সাম্প্রতিক খবর

অগাস্ট ৮, ২০১৯

অষ্টম সপ্তাহ I জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল পাশ করানোর পদ্ধতি নিয়ে প্রতিবাদে তৃণমূল সাংসদদের ওয়াক আউট

অষ্টম সপ্তাহ I জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল পাশ করানোর পদ্ধতি নিয়ে প্রতিবাদে তৃণমূল সাংসদদের ওয়াক আউট

সংসদের বাজেট অধিবেশনের শেষ সপ্তাহে কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল আনায় সংসদে অস্থির হয়ে ওঠে। বিরোধী দলের সাংসদরা এই বিল পাশ করানোর পদ্ধতি নিয়ে বিরোধীতা করেন। উভয় কক্ষেই তৃণমূল সাংসদরা বিরোধীতা করে ওয়াক আউট করে.=

অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ অর্ডার আনা হয় রাজ্য সভায় যেমন বিল নিয়ে আসার চিরাচরিত প্রথা অনুসরন করা, বিলনুধাবনে সাংসদদের পর্যাপ্ত সময় দেওয়া যাতে তাঁরা নিজেদের প্রস্তুত করতে পারেন।

লোকসভা

দাবী

জম্মু ও কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবী জানান সৌগত রায়

দি জম্মু অ্যান্ড কাশ্মীর রেকগনাইজেশন বিল ২০১৯ নিয়ে লোকসভায় আলোচনার দাবী জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়

পয়েন্ট অফ অর্ডার

জম্মু ও কাশ্মীর বিষয়ে পয়েন্ট অফ অর্ডার আনেন সৌগত রায়

বিল

দি ট্রান্সজেন্ডার পার্সন্স প্রোটেকশন অফ রাইটস বিল ২০১৯ নিয়ে বক্তব্য রাখেন শতাব্দী রায়

দি ট্রান্সজেন্ডার পার্সন্স প্রোটেকশন অফ রাইটস বিল ২০১৯ নিয়ে বক্তব্য রাখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দি সারোগেসি রেগুলেশন বিল ২০১৯ নিয়ে বক্তব্য রাখেন কাকলি ঘোষ দস্তিদার

দি সুপ্রীম কোর্ট (নাম্বার অফ জাজেস) অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ নিয়ে বক্তব্য রাখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দি জম্মু অ্যান্ড কাশ্মীর রেকগনাইজেশন বিল ২০১৯ ও দি জম্মু অ্যান্ড কাশ্মীর রিজার্ভেশন (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৯ নিয়ে বক্তব্য রাখেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

ইন্টারভেনশন

জম্মু ও কাশ্মীর নিয়ে আলোচনায় ইন্টারভেন করেন সৌগত রায়

রাজ্যসভা

শূন্য কাল

শিশু কন্যাদের ভ্রূণহত্যা নিয়ে বলেন মানস ভূঁইয়া

অত্যাধিক মাছ ধরা নিয়ে বলেন আবীর রঞ্জন বিশ্বাস

জাতীয় সংখ্যালঘু পর্ষদকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবী জানান নাদিমুল হক

পয়েন্ট অফ অর্ডার

প্রতিটি বিল অনুধাবন করার জন্য পর্যাপ্ত সময়ের দাবী করে পয়েন্ট অফ অর্ডার আনেন ডেরেক ও’ব্রায়েন

বিল নিয়ে পয়েন্ট অফ অর্ডার আনেন ডেরেক ও’ব্রায়েন

বিলের পরিচিতি নিয়ে পয়েন্ট অফ অর্ডার আনেন ডেরেক ও’ব্রায়েন

অতিরিক্ত বিলের ওপর পয়েন্ট অফ অর্ডার আনেন ডেরেক ও’ব্রায়েন

বিল
দি জম্মু অ্যান্ড কাশ্মীর রেকগনাইজেশন বিল ২০১৯ নিয়ে বক্তব্য রাখেন ডেরেক ও’ব্রায়েন

দি কঞ্জিউমার প্রোটেকশন বিল ২০১৯ নিয়ে বক্তব্য রাখেন ডেরেক ও’ব্রায়েন

ন্যাশানাল ইন্সটিটিউট অফ ডিজাইন অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ নিয়ে বলেন আহমেদ হাসান

দি পাবলিক প্রেমিসেস (এভিকশন অফ আনঅথারাইজড অকুপেন্টস) অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ নিয়ে বক্তব্য রাখেন মনীশ গুপ্ত

ইন্টারভেনশন

দি জালিয়ানওয়ালাবাগ ন্যাশানাল মেমোরিয়াল অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ নিয়ে ইন্টারভেন করেন ডেরেক ও’ব্রায়েন