সাম্প্রতিক খবর

মার্চ ৮, ২০১৯

আমরা কথা দিয়ে কথা রাখি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

আমরা কথা দিয়ে কথা রাখি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজ মাঠে ফুটপাথ নির্মাণ ও সৌন্দর্যায়ন (কপাটহাট থেকে রাজারতালুক পর্যন্ত) কর্মসূচির ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া, তিনি বিষ্ণুপুরের আমতলায় সঙ্গম সুপার মার্কেট মাঠে আমতলা বাস টার্মিনাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • ২০১৪ সালে যখন প্রার্থী হয়েছিলাম তখন কথা দিয়েছিলাম আমি এই ৫ বছরে ডায়মন্ড হারবারকে ১ নম্বর করার চেষ্টা করব
  • কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী বাংলায় এম.পি ল্যাডের কাজে ১ নম্বর হয়েছে ডায়মন্ড হারবার। আগামী দিনে এই মিউনিসিপালিটিকে ১ নম্বর করব
  • ২০১৪ সালে যারা আচ্ছে দিনের নাম করে ক্ষমতায় এসেছিল, ৫ বছর ধরে ওরা ভাঁওতা দিয়ে এসেছে। কিন্তু আজ কোনওরকম উন্নয়নমূলক কাজ ওরা এই বাংলা বা এই কেন্দ্রের জন্য করেনি
  • আমরা সৌন্দর্যায়নের জন্য ওদের লিখিত চিঠি দিয়েছি কিন্তু ওরা কোনরকম সহযোগিতা করেনি কারণ ওরা চায় না মানুষের উন্নয়ন হোক, বাংলা সোনার বাংলা হোক
  • যারা মুখে বড় বড় কথা বলে কাজে লবডঙ্কা তাদের কাছে বাংলার মানুষ বশ্যতা স্বীকার করবে না, আত্মসমর্পণ করবে না
  • আগামীদিনে মানুষের আশীর্বাদ নিয়ে এই সাম্প্রদায়িক সরকারকে বিসর্জন দিয়ে ধর্মনিরপেক্ষ সরকার তৈরী করব
  • একটা সাংসদ কেন্দ্রের থেকে ৫ বছরে ২৫ কোটি টাকা পায় কিন্তু আমি এই কেন্দ্রে ২০০০ হাজার কোটি টাকা খরচ করেছি
  • আগামীদিনে এই মিউনিসিপালিটিতে একটি বৃদ্ধাশ্রম তৈরির ইচ্ছে আছে। এটা আমাদের কর্তব্য এটা আমাদের দায়বদ্ধতা।
  • কয়েকদিন আগে এখানে গুজব উঠেছিল বাইরে থেকে এই কেন্দ্রের বিভিন্ন এলাকায় চোর আসছে। এটা এক রাজনৈতিক দলের খেলা
  • আমার শরীরে যত রক্ত রয়েছে তা দিয়ে শান্তি সংহতি আমি রক্ষা করব
  • আমরা ধর্ম বিক্রি করে রাজনীতি করি না। মানুষ আমায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমার ধর্ম মানবধর্ম
  • আমি তাদের জন্য কাজ করব যারা আমায় ভোট দিয়েছেন। আমি তাদের জন্যও কাজ করি যারা আমায় ভোট দেয়নি
  • সেনাবাহিনী কারও পৈতৃক সম্পত্তি নয়। সেনাবাহিনী আমাদের দেশের গর্ব
  • ক্ষমতা থাকলে নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোকসিকে দেশে ফিরিয়ে আনুন মোদী
  • আগামীদিনে মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে