Latest News

July 3, 2014

WB Govt to bring agricultural sector under e-governance

WB Govt to bring agricultural sector under e-governance

The state Government is soon going to bringthe agricultural sector under e-governance. The pilot project worth Rs 16 crorewill first be implemented in Purba Medinipur and Hooghly. The system willensure that all the information and related statistics are available on a computeror any gadget at the DM`s office of the respective districts.

The officials at the DM`s office will beone click away from information like the amount of loss of crop due to heavyrain, the loss in each district, loss of crop due to less rain, totalproduction of paddy in the state in Kharif, the number of registered industriesin a district and their state of business, wholesale and retail prices of dailynecessary products like vegetable and many such other figures.

The project, a brainchild of the Statisticsand Planning Department of the state government, will be started right afterthe Pujas. In the first phase, the project will deal with agriculture, industryand price of products. In later phases, information from panchayat level willbe incorporated. Facts and figures from other departments like education, Land& Land Reforms, Transport, Labour, Environment etc. will also be availablethrough this project within months.

The state government, since May 2011, hasgiven stress on e-governance. A number of departments of the state governmentvirtually run through servers. The new project for the Statistics and PlanningDepartment is being monitored by a committee of specialists, drawn from IITKharagpur and Indian Statistical Institute.

প্রবল বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে? কোন জেলায় ক্ষতির পরিমাণ কী? কত জমির ফসলের ক্ষতি হল? খরায় নষ্ট হয়েছে চাষাবাদ? রাজ্যে নথিভুক্ত শিল্প সংস্থার সংখ্যা কত? তার কতগুলিতে চলছে ঠিকঠাক উত্পাদন? `টিই বা ধঁুকছে? খারিফ মরসুমে বার ধানের উত্পাদন কত হল? রাজ্যে বার যা আলু উত্পাদন হয়েছে, তা কি ঘাটতি না অতিরিক্ত? পাইকারি এবং খুচরো বাজারে কোন মাসে কত দাম যাচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যগুলির?

সরকারি দপ্তরগুলির সংগ্রহে থাকে সব তথ্যই৷ বছর শেষে বাজেট অধিবেশনে তা প্রকাশ করা হয় বই হিসেবে৷ আর্থিক সেই সমীক্ষায় ধরা পড়ে রাজ্যের হাল৷ কিন্ত্ত এখন থেকে এই ধরনের তথ্য জানার জন্য আর সারা বছর অপেক্ষা করার প্রয়োজন হবে না৷ রাজ্যের পরিসংখ্যান প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উদ্যোগে গভর্ন্যান্সের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে প্রতি মাসেই এই বিষয়ে জানতে পারবেন যে কেউ৷ দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান, পুজোর পরেই চালু হবে এই ব্যবস্থা৷ পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলায় শুরু হচ্ছে এর পাইলট প্রকল্প৷

দপ্তর সূত্রে জানা গেছে, ১৬ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প মূলত হবে প্রযুক্তি নির্ভর৷ প্রতিদিনের সংগৃহীত তথ্য পামটপের মাধ্যমে যাবে জেলা শাসকের দপ্তরে৷ সেখান থেকে সেই তথ্য সরাসরি ধরা থাকবে একটি কেন্দ্রীয় সার্ভারে৷ কাজের জন্য দপ্তরের কম্পিউটারগুলিকে ল্যানের (লোকাল এরিয়া নেটওয়ার্ক) মাধ্যমে যুক্ত করা হচ্ছে৷

দপ্তর সূত্রে জানা গেছে, একটি বিশেষজ্ঞ কমিটি এই প্রকল্পটির তদারকি করবে৷ সেখানে আছেন খড়গপুর আইআইটির জন, আইএসআই একজন, কেন্দ্রীয় সরকারের অধিকর্তা পদমর্যাদার এক অফিসার৷ এছাড়াও রাজ্যের পরিকল্পনা দপ্তর ব্যুরোর উচ্চপদস্থ অফিসাররাও৷

আপাতত কৃষি, শিল্প দাম বিষয়ে এই রিপোর্ট প্রকাশ করা হলেও পরের ধাপে গ্রাম পঞ্চায়েত স্তর থেকেই এই তথ্যগুলি সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হবে বলে দপ্তর সূত্রে জানা গেছে৷ একই সঙ্গে শিক্ষা, পরিবহণ, শ্রম, জমি, পরিবেশসহ অন্যান্য দপ্তরগুলির তথ্যও একই রকম ভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে এই গভর্ন্যান্স ব্যবস্থায়৷ সব `টি রাজ্যকেই পৃথক পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন দপ্তর খুলতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সেই পরিকল্পনা অনুযায়ী, বিষয়ে পৃথক দপ্তর খোলার বিষয়ে দেশের অন্যতম পথিকৃত্ রাজ্যই৷ তবে গভর্ন্যান্সের উদ্যোগ নিলেও, গ্রাম পঞ্চায়েত স্তর থেকে সব `টি দপ্তরের তথ্য সংগ্রহ করার মতো বিকেন্দ্রীভূত পরিকাঠামোই নেই রাজ্যের পরিকল্পনা দপ্তরের৷ তাই সে কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলির সহায়তা নিয়েই কাজ করতে হবে রাজ্যের পরিকল্পনা দপ্তরকে৷