মার্চ ২, ২০১৯
চালু হল উন্নতমানের সুরক্ষিত জলযানের যাত্রা

জল পরিবহণ আরও সহজ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। গত ২৫শে ফেব্রুয়ারি পরিবহণ মন্ত্রী একগুচ্ছ উন্নতমানের সুরক্ষিত জলযানের যাত্রার সূচনা করেন।
এর মধ্যে তিনটি জলযান ১০০ জন করে যাত্রী বহনের উপযোগী। ৩৬টি জলযান ৮০ জন করে যাত্রী বহনের উপযোগী। চারটি জলযান ৬০ জন করে যাত্রী বহন করতে সক্ষম। আরও চারটি জলযানের সূচনা করেন মন্ত্রী, যেগুলিতে ২০০ জন করে যাত্রী উঠতে পারেন। এই চারটি জলযানের নাম ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেগুলি হল, এম ভি স্বাস্থ্যসাথী, এম ভি ইচ্ছাশক্তি, এম ভি মাটি এবং এম ভি ইছামতি-১।
মন্ত্রী বলেন, রাজ্য সরকার সড়কের পাশাপাশি জলপথকেও গুরুত্ব দিচ্ছে। সেই মত পরিকাঠামো তৈরী থেকে শুরু করে যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামীদিনে বিশ্বব্যাঙ্কের সহায়তায় জলপথে নয়া পরিকাঠামো গঠন এবং নতুন জলযান তৈরী করা হবে বলে জানিয়েছেন তিনি।