November 11, 2017
Urban park at Latbagan in Barrackpore, modeled on Eco Park

Latbagan in Barrackpore is soon going to be the home of an urban park, named Utsadhara. It will be modeled on the hugely popular Eco Park, or Prakriti Tirtha, in New Town, on the outskirts of Kolkata. This new park is going to come up on the banks of the Hooghly, over an area stretching 3.5 km.
It was Chief Minister Mamata Banerjee who had first mooted the idea. Based on that, a high-level committee of departmental secretaries, headed by the chief secretary, has submitted a report, on which the State Government would soon take action.
The park would be populated with various types of trees, and water body conservation would also be taken care of – like was done at Eco Park.
Latbagan also has historical significance. It was at the Dhobi Ghat there that Mangal Pandey was hanged to death by the British for rebelling against them. Hence the park would also have installations related to the First War of Independence, or Sepoy Mutiny, as it is sometimes also called.
The plan is to make the park at Latbagan a major tourist attraction, just like Eco Park has come to be.
ইকো পার্কের ধাঁচেই সাজবে এ বার লাটবাগান
নিউটাউনের ইকো পার্কের ধাঁচে ব্যারাকপুরে গঙ্গার ধারে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হবে নতুন একটি পার্ক। নিউটাউনে ইকো পার্কের নাম দেওয়া হয়েছে প্রকৃতিতীর্থ। ব্যারাকপুরে প্রস্তাবিত পার্কটির নামও ঠিক হয়ে গিয়েছে— উৎসধারা।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পার্কটি তৈরির জন্য রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে স্বরাষ্ট্র, পূর্ত, অর্থ-সহ বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে একটি কমিটি তৈরি হয়েছে। তাঁদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কোথায়, কী হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
ব্যারাকপুরে গঙ্গার পা়ড় ধরে প্রায় সাড়ে তিন কিলোমিটার লাটবাগান এলাকা ধরেই মূলত নতুন ইকো পার্ক তৈরির কথা ভাবছে রাজ্য সরকার। ওই এলাকার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ওখানকার ধোবি ঘাটেই সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল।
প্রাথমিক পরিকল্পনায় ঠিক হয়েছে, নিউটাউন অ্যাকশন এরিয়া টু-এর ধাঁচে ‘উৎসধারা’তেও কোনও বিল্ডিং সে ভাবে তৈরি করা হবে না। মূলত গাছপালা ঘেরা বাগান তৈরির উপরেই জোর দেওয়া হবে। সঙ্গে ‘ওয়াটার বডি’ সংরক্ষণও করা হবে। ইকো পার্কের ধাঁচেই থাকবে নানা আকর্ষণ। থাকবে সিপাহী বিদ্রোহের ইতিহাসের বিভিন্ন উপস্থাপনাও।
ইকো পার্ক ছাড়াও একই ভাবে রাজ্য সরকার বহরমপুরেও থিম পার্ক তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে মতিঝিল পার্ক। ওখানে বাংলার ইতিহাস নিয়ে তৈরি হয়েছে ‘লাইট অ্যান্ড সাউন্ড’। একই ভাবে ইকো পার্কে বাংলার সংস্কৃতি নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড রয়েছে। লাটবাগানেও প্রস্তাবিত নতুন পার্কে লাইট অ্যান্ড সাউন্ড থাকবে।