Latest News

April 7, 2016

Unprecedented growth in rural infrastructure in Bengal

Unprecedented growth in rural infrastructure in Bengal

West Bengal is one of the most progressive States in terms of rural infrastructure. Trinamool Congress has ensured, over the last five years, that Bengal stands out in terms of the infrastructure created for the rural population – be it roads, irrigation system, funds to self-help groups and everything else.

The Plan expenditure in rural development has increased more than four times to Rs 38,214.1 crore during 2011-16, with respect to that during 2006-11.

Rural roads: In the last three years, 9,979.32 km, with a total value of Rs 10,585.53 crore, were sanctioned. In 2013-14, 1,356 habitations were connected – a fact which stands highest in the country.

Rural Infrastructure Development Fund (RIDF): Under RIDF, projects for roads, bridges, drainage systems, anganwadi centres, shishu shiksha kendra/Madhyamik shiksha kendra, rural haat/markets, etc. were implemented across the State, contributing to overall rural development. Rural roads constructed under RIDF has increased from 606 km during 2007-11 to 1,222 km during 2011-15.

Strengthening of the three-tier panchayat system: There has been reservation of 50% of seats and offices in panchayats for women and reservation of 50% of seats and offices, including those reserved for women, in favour of SC, ST and BC. The accounts of all panchayats fully computerised

Training infrastructure has been expanded to encompass the State Institute of Panchayats & Rural Development, five extension training centres and 30 district training centres. This expansion has been adjudged by the Government of India as one of the best in the country.

The World Bank-supported Institutional Strengthening of Gram Panchayats (ISGP) Project has generated innumerable good practices.

Anandadhara: Under the Anandadhara Scheme, books and registers for self-help groups (SHGs) have been standardised. The average amount of bank credit per SHG has increased. A State-wide digital SHG directory compiled, with data of over four lakh SHGs.

National Social Assistance Programme (NSAP): The State, under NSAP, has ensured regular financial assistance to over 23 lakh below poverty line (BPL) beneficiaries.

Backward Regions Grant Fund (BRGF): The State has utilised this fund to bridge critical gaps among the flagship programmes, for purposes like construction of ICDS centres, roads, passenger sheds, arsenic-free drinking water sources, market complexes and minor irrigation systems, and for provision of supplementary nutrition.

West Bengal is among the best in India in terms of rural development. None other than the World Bank has certified that its panchayat programmes have achieved tremendous success.

 

গ্রামীণ পরিকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন বাংলায়

গ্রামীণ পরিকাঠামোর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সবচেয়ে উন্নত রাজ্যগুলির মধ্যে অন্যতম। গত পাঁচ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ গ্রামীণ পরিকাঠামোর সকল মাপকাঠি – যেমন রাস্তা, সেচ ব্যবস্থা, স্বনির্ভর দলগুলিকে ঋণপ্রদান ইত্যাদিতে ব্যাপক সাফল্য ছুঁয়েছে।

পল্লী উন্নয়ন খাতে পরিকল্পিত ব্যয় ২০০৬-১১ থেকে চারগুন বেড়ে ২০১১-১৬ সময়কালে হয়েছে ৩৮,২১৪.১ কোটি টাকা।

গ্রামীণ সড়ক: বিগত তিন বছরে মোট ১০,৫৮৫.৫৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে ৯,৯৭৯.৩২ কিমি রাস্তা তৈরীর জন্য। ২০১৩-১৪ সালে এই প্রকল্পে ১,৩৫৬ লোকালয় সংযুক্ত করা হয় – যা দেশে সর্বোচ্চ।

গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল (RIDF): RIDF-এর আওতায় সড়ক, সেতু, নিকাশী ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিশু শিক্ষা / মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, গ্রামীন হাত, ইত্যাদি গড়ে তোলা হয় যা গ্রাম বাংলাকে আরো উন্নত করেছে। RIDF-এর আওতায় গ্রামীণ সড়ক নির্মানের কাজ ২০০৭-১১ কালে ৬০৬ কিমি থেকে বেড়ে ২০১১-১৫ কালে হয়েছে ১,২২২ কিমি।

ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা: সব পঞ্চায়েতগুলিতে ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য এবং SC/ST/OBC তলিকাভুক্ত মানুষদের জন্যেও রয়েছে সংরক্ষণ। সব পঞ্চায়েত অ্যাকাউন্ট এখন সম্পূর্ণরূপে কম্পিউটারাইজড। প্রশিক্ষণ পরিকাঠামো এখন পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে আরো দৃঢ়ভাবে সামিল করা হয়েছে এবং ভারত সরকার থেকে তার স্বীকৃতি মিলেছে।

আনন্দধারা: আনন্দধারা প্রকল্পের অধীনে স্বনির্ভর দলগুলির জন্য বই ও রেজিস্টার তৈরী, ব্যাঙ্ক ঋণ বৃদ্ধি ও ডিরেক্টরি তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP): NSAP-এর অধীনে রাজ্য, দারিদ্র্যসীমার (বিপিএল) নীচে মানুষদের জন্য ২৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করেছে।

অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল (BRGF): আই সি ডি এস সেন্টার, রাস্তাঘাট, যাত্রী প্রতীক্ষালয়, আর্সেনিকমুক্ত পানীয় জল, বাজার, ক্ষুদ্রসেচ ও পরিপুরক পুষ্টির ব্যবস্থা তৈরির জন্য BRGF তহবিল ব্যবহৃত হয়েছে।

পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়নের নিরিখে ভারতে সেরা রাজ্যগুলির মধ্যে একটি, যার স্বীকৃতি মিলেছে  বিশ্বব্যাংকের থেকেও।