July 20, 2017
Turnout for this year’s July 21 will break all records: Abhishek Banerjee

National President of Trinamool Youth Congress, Abhishek Banerjee speaks to the press after overseeing the arrangements of 21 July Shahid Dibas rally:
Nearly 22,000-24,000 people have already arrived in Kolkata for the July 21 rally. We are making arrangements for them in our limited capacities. We have set up tents and made arrangements for food so that our workers do not face any problem. District presidents and MLAs who are in charge are present. We are all working unitedly.
Going by the response and enthusiasm of the people, we are expecting a record turnout for the rally. Every year the rally breaks the record of the previous year. 2014’s record was broken in 2015; the record turnout of 2015 was surpassed in 2016. Now, 2017 will break the record of 2016.
Despite the vilification campaign and propaganda, the popularity of Mamata Banerjee has not diminished by even one per cent. This proves that she enjoys the support of people. They continue to shower their love and blessings on her. People have time and again voted in favour of development and will continue to support Mamata Banerjee as long as she is there. The conspiracies of those who want to communally polarise Bengal stand defeated.
In a few hours we will know what direction for the future our leader Mamata Banerjee will give. At present, the nation is at such a juncture where certain elements are trying to destabilise Bengal in the name of religion. We have to work unitedly against such forces and defeat their machinations.
Bengal had been turned into a graveyard during the 34 year old Left rule. We fought unitedly against them and were successful in dislodging them from office. Mamata Banerjee has a long history of struggle. It would be unfair to compare her with any other leader. Trinamool was formed after a long struggle. We are ready to fight again.
We do not work for the people only during elections. We are with them all through the year. Through various developmental schemes and programmes, we are continuously serving the Maa, Mati, Manush of Bengal. Our leader Mamata Banerjee’s motto is to be with people, all the time. We follow in her footsteps.
Those who were with the CPI(M) in the past have switched camps to the BJP. Those who adorned red t-shirts earlier now wear saffron kurtas. Leaders like Laxman Seth, who was responsible for Nandigram, have now joined the BJP. Even Mamata Banerjee has said, these people are CPI(M) supporters during the day and work for BJP at night. Even in the bypolls we have seen that CPI(M) votes have gone to the BJP. But these things do not bother us. Trinamool is number one. We are not worried about who comes second or third.
Mamata Banerjee re-established democracy in Bengal. We have to uphold the unity, harmony, democracy in the State. The surge of development will continue.
প্রতিবারের ২১ শে জুলাইয়ের রেকর্ড প্রতিবারের ২১ শে জুলাই ভাঙে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়
ইতিমধ্যেই ২২-২৪ হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আমাদের সীমাবদ্ধ ক্ষমতা ও এক্তিয়ার অনুযায়ী বিভিন্ন জায়গায় আমরা টেন্ট করেছি এবং কিছু খাবারের ব্যবস্থাও করা হয়েছে যাতে আমাদের কর্মীদের কোন অসুবিধা না হয়। জেলা সভাপতি থেকে শুরু করে, বিধায়করা যারা দায়িত্বে আছেন তারা সবাই এখানে রয়েছেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।
মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আমি মনে করি প্রতিবারের ২১ শে জুলাইয়ের রেকর্ড প্রতিবারের ২১ শে জুলাই ভাঙে। ২০১৪ -র রেকর্ড ২০১৫ তে এবং ২০১৫ -র রেকর্ড ২০১৬ তে ভেঙেছে এবং ২০১৬ -র রেকর্ড ২০১৭ তে ভাঙবে।
এত কুৎসা, অপপ্রচার ও মিথ্যাচার করার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কেউ ১ শতাংশ বা আধ ইঞ্চিও চির ধরাতে পারেনি। এটাই প্রমাণ করে মানুষের আস্থা, আশির্বাদ, দোয়া, সালামের হাত যার মাথার ওপর রয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন মানুষ তাঁকে সমর্থন করে যাবে। উন্নয়নের পক্ষে মানুষ বারবার রায় দিয়েছে।যারা বাংলাকে ধর্মের নামে দ্বিখণ্ডিত করতে চায়, আগুন লাগাতে চায়, তাদের চক্রান্ত ব্যর্থ। তাদের মুখে চুনকালি লেপে দিয়ে বাংলার মানুষ প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই।
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের নেত্রী কি বার্তা ও নির্দেশিকা দেবেন সেটা আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তবে আমি মনে করি যে সন্ধিক্ষণে আমাদের সমাজ চলছে, যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যারা ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করতে চাইছে তাদের চক্রান্ত আমাদের যৌথভাবে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে, লড়াই করতে হবে।
৩৪ বছর ধরে বাম শাসন যে ধ্বংসস্তূপ তৈরী করেছিল আমরা ঐক্যবদ্ধ হয়ে, লড়ে তাদের আমরা বাংলা থেকে বিদায় দিয়েছি। সুতরাং, অন্যান্য নেতা বা নেত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করা ঠিক নয়। অনেক লড়াই, আন্দোলন, ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরী হয়েছে। আমরা যে কোন লড়াইয়ের জন্য প্রস্তুত।
আমরা শুধু ভোটের সময় এসে মানুষের পাশে দাঁড়াই না। আমাদের কর্মীরা সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প কর্মকাণ্ডের মাধ্যমে প্রতি পদক্ষেপে, প্রতি নিয়ত সাধারণ মানুষের পাশে থাকে। এটাই আমাদের বৈশিষ্ট্য, তাৎপর্য। এটাই একমাত্র নির্দেশ মমতা বন্দ্যপাধ্যায়ের। মানুষের পাশে সবসময় থাকতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে উৎসর্গীকৃত করে, তাঁর জীবনধারাকে আদর্শ করে, পথ চলার পথের পাথেয় করে আমরা সবসময় মানুষের বিপদ, সুখ-দুখে পাশে থেকেছি এবং আগামী দিনেও এর কোন বিকল্প বা ব্যতিক্রম হবে না।
যারা সিপিএম করত তারাই বিজেপি করছে, যারা লাল পাঞ্জাবি পরে ঘুরত তারাই গেরুয়া পাঞ্জাবি পরে ঘুরছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল, যারা সকালে সিপিএম করে, তারাই রাতে বিজেপি করে। লক্ষ্মণ শেঠের মত নেতা যারা নন্দীগ্রাম ঘটিয়েছে তারা আজ হাতে পদ্মফুল নিয়ে বিজেপিতে যোগদান করেছে, গেরুয়া পাঞ্জাবি পরে ঘুরছে, এটাই তার প্রমাণ। এর আগে যে কটি উপনির্বাচন হয়েছে, সিপিএমের নেতা কর্মীরা তারা তখন সকলেই বিজেপির দিকে গেছে। তাতে আমাদের কিছু যায় আসে না। কে ২ নম্বর, কে ৩ নম্বর বা কে ৪ নম্বর সেটা আমাদের লক্ষ নয়। আমাদের লক্ষ্যতৃণমূল কংগ্রেস ১ নম্বর ছিল এবং আগামী ১০০ বছর ১ নম্বরে থাকবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটিতে গণতন্ত্র ফিরে এসেছে। এই গনতন্ত্রকে সামনে রেখে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, উন্নয়নকে সামনে রেখে। আগামী দিনে উন্নয়নের জয়যাত্রাকে ত্বরান্বিত, অব্যাহত ও অক্ষুণ্ণ রাখতে হবে।