Latest News

July 17, 2017

Trinamool takes out rallies in Kolkata, urges all to join Martyrs’ Day meet

Trinamool takes out rallies in Kolkata, urges all to join Martyrs’ Day meet

Trinamool Congress on Sunday took out rallies in different parts of the city urging people from all walks of life to join the Martyrs’ Day meeting on July 21 at Esplanade. It will be addressed by party Chairperson Mamata Banerjee.

A colourful rally was taken out from Dum Dum Park to Dakshindari. Rallies were also taken out in south and north Kolkata as well as Behala. Meetings were held in different areas where prominent Trinamool Congress leaders took part. The city rallies are in addition to the preparatory public meetings that are being held in the districts. The party leadership expects a record gathering at this year’s rally.

A huge stage will be built opposite Victoria (CESC) House on Chittaranjan Avenue, as in previous years. Senior Trinamool leaders including Subrata Bakshi are visiting the site to supervise the construction of the stage. Party workers and leaders from all over the state will be participating in the Ekushe July Dibas rally.

The party will open camp offices in different parts of the city to help the participants by providing water pouches and other assistance. Trinamool All India General Secretary Subrata Bakshi said: “Steps have been taken to conduct the meeting and rallies peacefully without causing any inconvenience to people.”

Thirteen Youth Congress workers were killed in police firing in the Mayo Road area on July 21, 1993 during a rally demanding that voter ID cards be made compulsory. Mamata Banerjee has been observing the day as Martyrs’ Day since 1994.

 

শহীদ দিবসের সভায় সকলকে আহ্বান জানাতে তৃণমূলের মিছিল কলকাতায়

সমাজের সকল স্তরের মানুষকে দলে দলে আগামী ২১শে জুলাই ধর্মতলায় শহীদ দিবসের সভায় যোগ দিতে আহ্বান জানাল তৃণমূল কংগ্রেস। সভায় বক্তব্য রাখবেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার দক্ষিণ ও উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলে মিছিলের আয়োজন করা হয়। একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় দমদম পার্ক থেকে দক্ষিণদাড়ি পর্যন্ত।  বেহালাতেও মিছিল হয়। বিভিন্ন জায়গায় সভারও আয়োজন হয়; দলের গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্যও রাখেন। এবারে রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হবেন ২১শে জুলাই এর সমাবেশে, এমনটাই আশা করা যায়।
প্রতিবারের মত চিত্তরঞ্জন অ্যাভিনিউতে ভিক্টোরিয়া হাউসের বিপরীতে এক বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী মঞ্চ তৈরির কাজ তদারকি করছেন। তিনি বলেন, “এই সভা ও মিছিলকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা ও জনসাধারণের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।” শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প অফিস খোলা হবে সভায় আগত মানুষের সুবিধার্থে।
১৯৯৩ সালের ২১শে জুলাই মেয়ো রোডে রাজ্য পুলিশের নির্বিচারে গুলি চালানোয় প্রাণ হারান ১৩ জন যুব কংগ্রেস কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করছেন ১৯৯৪ সাল থেকে।