মে ৩১, ২০১৮
মহেশতলাতেও সবুজ ঝড় অব্যাহত

মহেশতলা উপনির্বাচনের ফল আবারও প্রমাণ করল, রাজ্যে তৃণমূল কংগ্রেসকে টক্কর দেওয়ার মতো বিকল্প এখনও গড়ে ওঠেনি। যার নির্যাস, মহেশতলায় তৃণমূলপ্রার্থী দুলাল দাস জিতলেন ৬২ হাজার ৩২৪ ভোটে। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১,০৪,৮১৮।
প্রথম রাউন্ড থেকেই বিরোধীদের কয়েক যোজন দূরে ফেলে এগিয়ে যেতে থাকে। রাউন্ড বাড়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে যায় সবুজে ধুয়ে মুছে যাচ্ছে বিরোধীরা। গতবারের চেয়ে তৃণমূল এ বার জয়ের ব্যবধান ৫০ হাজার বাড়িয়েছে। গণনাকেন্দ্রে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই বিপুল জয়ের প্রতিক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষ উন্নয়নের পক্ষে। শান্তিপূর্ণ ভোট হয়েছে। কেউ কোনও অভিযোগ করেননি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। কর্ণাটকে খুঁটি পুজো হয়েছিল। আজ মহেশতলায় মহালয়া শুরু হল। ২০১৯শে দিল্লিতে দশমীর বিসর্জন হবে।”