Latest News

December 15, 2016

Trinamool protests outside RBI office in Kolkata against demonetisation

Trinamool protests outside RBI office in Kolkata against demonetisation

Trinamool Congress legislators staged a demonstration outside RBI office in BBD Bag over the ever-increasing ordeal of common people even after one month of demonetisation of high value notes.

The Trinamool MLAs, led by party secretary general Partha Chatterjee and senior leaders Firhad Hakim, Sovan Chatterjee and Sobhandeb Chatterjee, marched towards RBI building on BBD Bag. The MLAs held posters and placards highlighting the ordeal of people.

Partha Chatterjee said that one month had lapsed but no relief had been given to the people. Long queues are still seen in front of ATMs and banks and there was shortage of notes. “People are standing in the queues for hours to get their own money. More than 100 people have died and RBI is not informing about the exact amount of notes it has given in different banks in the state. This is most unfortunate. RBI should come out with a statement,” he said.

Trinamool Congress will hold meetings and rallies all over the state for the next three days to protest against demonetisation.

 

নোট বাতিল ইস্যুতে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অভিযান তৃণমূলের

নোট বাতিলের প্রতিবাদে কলকাতার বুকে রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখিয়ে তৃণমূল সুর চড়াল।

বুধবার তৃণমূলের মন্ত্রী ও বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে রিজার্ভ ব্যাঙ্কের সামনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ দেখান; অন্যদিকে, বাংলার সব ব্লকে নোটবন্দীর প্রতিবাদে মিটিং–‌মিছিল করেন তৃণমূলের নেতার ও কর্মীরা। তাঁরা স্লোগান তোলেন, মোদি হঠাও, দেশ বাঁচাও। নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বুধবার সকালে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল ঠিক করে বিধানসভা থেকে হেঁটে বিধায়কেরা বিক্ষোভ দেখাতে যাবেন রিজার্ভ ব্যাঙ্কের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এদিনের এই কর্মসূচি নেওয়া হয়। বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে যান রিজার্ভ ব্যাঙ্কের সামনে। ব্যাঙ্কের সামনে একটি ছোট লরিও রাখা হয়। সেখান থেকে মাইক্রোফোনে বক্তব্য পেশ করেন পার্থ চ্যাটার্জি, শোভনদেব চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন চ্যাটার্জি, সুব্রত বক্সি।

বিক্ষোভে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, শশী পাঁজা, অসীমা পাত্র, বিধায়ক সুজিত বসু, নির্মল ঘোষ, তাপস রায়, নার্গিস বেগম, গুলশান মল্লিক, মালা সাহা, বৈশালী ডালমিয়া–‌সহ অনেকে। স্লোগান দেওয়া হয়।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, বৃহস্পতিবারও বেলা সাড়ে ১২টা নাগাদ রিজার্ভ ব্যাঙ্কের সামনে একইভাবে বিক্ষোভ দেখানো হবে। তৃণমূল ভবনে খবর এসেছে, বিভিন্ন জেলায় এদিনের কর্মসূচি সফল হয়েছে। বৃহস্পতিবারও এই কর্মসূচি পালন করা হবে। চলবে শুক্রবার পর্যন্ত।‌