July 26, 2017
Trinamool protest prompts Centre to assure that NCERT won’t remove Rabindranath from texts

After the Trinamool Congress protested over the last two days in the Rajya Sabha against the suggestions to the Union Ministry of Human Resource Development for removing works by Rabindranath Tagore from NCERT textbooks, the Union HRD Minister clarified in the House that the Central Government had no plan to do this from school textbooks.
The Minister said that nothing will be removed and that the Government will not do anything that will create any problem.
Earlier yesterday, Leader of the party in Rajya Sabha, Derek O’Brien had given a notice under Rule 267 demanding suspension of business in the House in order to discuss the issue.
He had said, “Rabindranath Tagore does not need any certificate from anybody”. For Tagore, humanity was supreme.
He had also demanded that “the Minister must dissociate the Government from this RSS-run institution” (that had reportedly recommended the removal).
After the Minister’s statement, Derek O’Brien walked up to the Minister to present to him three books on Tagore for his reading.
সংসদে তৃণমূলের প্রবল বিরোধিতার পর রবীন্দ্রনাথকে নিয়ে পিছু হঠল কেন্দ্র
কয়েকদিন আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক ঘনিষ্ঠ সংস্থা ‘শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস’, মানব সম্পদ উন্নয়ন দপ্তরকে প্রস্তাব দেয় NCERT পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বাদ দেওয়ার।
এই প্রস্তাবের বিরুদ্ধে সরব হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কি করে ওরা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বই থেকে বাদ দেয়? উনি ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক। তিনি শুধু বাংলার নয়, বিশ্বের গর্ব। সবাই তাঁকে শ্রদ্ধা করে। সকলে তাঁর কবিতার লাইন জানেন, ‘চিত্ত জেখা ভয়শুন্য উচ্চ যেথা শীর’।প্রত্যেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তাঁকে উদ্ধৃত করেন। এটা পুরোপুরি rubbish। আমার মনে হয় কেউ এটাকে সমর্থন করছে না। এটা কি করে করতে পারে? আমরা এর বিরুদ্ধে লড়াই করব, যা যা করার করব।”
রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “কবিগুরু দেশের সম্পদ। তিনি জাতীয় সংগীত রচনা করেছেন। কারোর কাছ থেকে কোনওরকম সার্টিফিকেটের প্রয়োজন নেই রবীন্দ্রনাথ ঠাকুরের। তাকে NCERTএর পাঠ্যবই থেকে বাদ দেওয়া হবে? এসব কি হচ্ছে?”
তিনি এবিষয়ে সরকারের তরফ থেকে বিবৃতিও দাবী করেন। এরপরই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রাজ্যসভায় বিবৃতি দেন, পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বাদ দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই।