March 31, 2017
Trinamool Mahila Congress holds rally against politics of vendetta

Trinamool Congress women’s wing on Thursday demanded the arrest of state BJP president for “trying to influence Narada sting operation probe.”
Led by the TMC’s women’s wing president Chandrima Bhattacharya, a rally was organised from College Square and after passing through important thoroughfares, it ended at Esplanade. Party MLAs Sashi Panja and Smita Bakshi also took part in the rally.
Trinamool Congress has been organising rallies in the city to protest against the political vendetta of BJP and other Opposition parties. Mayor Sovan Chatterjee will lead the rally that will be held on Friday.
“All the chit fund companies had flourished during the Left Front regime and none of their leaders have been arrested. On the other hand, CBI is keeping Trinamool Congress leaders behind the bars and had released them later after failing to frame charge-sheets against them,” Chandrima Bhattacharya said.
প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে পথে তৃণমূল
বিরোধীদের কু९সা ও প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতায় মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। মিছিল হয় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত। মিছিলের নেতৃত্বে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া বিধায়ক শশী পাঁজা ও স্মিতা বক্সিও উপস্থিত ছিলেন মিছিলে।
আজও একই ইস্যুতে আরও একটি প্রতিবাদের মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেবেন শোভন চট্টোপাধ্যায়। মিছিল শুরু হবে শিয়ালদায় এবং শেষ হবে ডোরিনা ক্রসিং-এ।
চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “সব চিট ফান্ডের জন্ম সিপিএমের আমলে অথচ তাদের কোন নেতাকে এখনও গ্রেফতার করা হয়নি। সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার”।