সাম্প্রতিক খবর

মে ২৫, ২০১৮

পেট্রোল–‌ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল

পেট্রোল–‌ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল

পেট্রোল–‌ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূলের নেতৃত্বে এই মিছিল হবে।

আজ দুপুরে সুবোধ মল্লিক স্কোয়্যারে জমায়েত হয়ে তারপর পার্ক স্ট্রিট পর্যন্ত এই মিছিল হবে। যুব তৃণমূলের পক্ষ থেকে ডাকা হলেও, দলের সব স্তরের নেতা ও কর্মীরা এই মিছিলে থাকবেন। ছাত্র ও মহিলারাও থাকবেন।

পার্থ চট্টোপাধ্যায় জানান, “আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেন্দ্রীয় সরকার তেলের দাম কমায় না। খালি বাজার অর্থনীতি দেখায়, আসলে নিজেদের অর্থনীতি চালাবার চেষ্টা করে”।

তাঁর কথায়, “পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে বাজারে অগ্নিগর্ভ পরিস্থিতি। জিনিসপত্রের দাম বাড়ছে। গৃহস্থের ঘরে আগুন লাগছে। এটা সর্বকালীন রেকর্ড। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে জনজীবন ও পরিবহণে এর প্রভাব পড়বে। আমরা এটা মেনে নেব না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রয়োজনে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হবে। কেন্দ্রের এই সর্বনাশা সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ হবে”।