July 27, 2017
This is man-made flood: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today visited Amta, Khanakul and Joypur to monitor the flood situation in these areas. She spoke to the local people.
The Chief Minister said, “Every year farmers suffer crop losses due to floods. Houses are destroyed, cattle and animals die. The loss of property is huge.”
She added, “We have been asking the DVC to release water in lesser quantities so that the adverse effects here are minimised. Every time it rains, they release water from Jharkhand and Bengal suffers. Had dredging been carried out, more than 2 lakh cusecs of water could have been held in the reservoirs. There would not have been flood-like situation.”
“We have been vocal on this issue since 2012. We had talked to Manmohan Singh when he was the PM; we have also talked to Narendra Modi, but to no avail. Even day before yesterday, when I was in Delhi, I spoke to him about the situation and requested him to ensure DVC does not release any more water. They say water is released by regulatory commission not the DVC. They do not understand the problems of common people. This is dangerous. They do not bother to inform us,” the Chief Minister added.
This is a man-made flood, she commented. The Chief Minister assured that the administration was taking every measure for flood relief. She said that the Government is always with the people.
এটা ম্যান-মেড বন্যাঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আজ খানাকুল, জয়পুর ও আমতায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
এদিন আমতায় মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর কৃষকদের ফসল জলে তলায় চলে যায়। মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। গবাদি পশু ও মানুষের মৃত্যু হয়। সম্পত্তির ক্ষয় ক্ষতি হয়।
আজ ৭ দিন ধরে যুদ্ধ করছি ওদের (ডিভিসি) সাথে। যখনই বর্ষা হচ্ছে ওরা ঝাড়খণ্ড থেকে জল ছেড়ে দিচ্ছে। আমরা অনুরোধ করেছিলাম অল্প জল ছাড়ার জন্য যাতে অল্প ক্ষয়-ক্ষতি হয়। পশ্চিমবঙ্গ দেখতে অনেকটা নৌকার মত, ওপর থেকে ওরা জল ছাড়ছে আর আমরা ডুবে যাচ্ছি। আমার মনে হয় ডিভিসি ২ লক্ষ কিউসেকের বেশি জল রাখতে পারে যদি ড্রেজিং করা হয়। তাহলে কোথাও এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় না।
২০১২ সাল থেকে আমরা এই নিয়ে লড়াই করছি। আমি মনমোহন সিং কেও জানিয়েছিলাম , নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়েছি। প্রতিবার এমনকি গত পরশু দিনেও যখন দিল্লি গেছিলাম তখনও আবার বলেছি। ওরা বলেছে ডিভিসি জল ছাড়ে না, রেগুলেটরি কমিশন জল ছাড়ে। ওরা সাধারণ মানুষের ব্যাপারটা দেখে না, বোঝেও না। এটা আরও বিপজ্জনক। আমাদের একবারও জানাবার প্রয়োজন মনে করে না। এটা পুরোপুরি ম্যান মেড বন্যা।
সরকার অনেক গুলি বাঁধ সংস্কার করেছে। জেলা প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে।