মার্চ ২০, ২০১৯
এটা গট আপ ম্যাচ, নীরব মোদীর গ্রেফতার প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
- রবীন্দ্র সঙ্গীত বাঙালীর খুব প্রিয়, আমার একটা গান মনে পড়ছে। “তুমি রবে নীরবে, হৃদয়ে মম” – এটা বিজেপির চালাকি
- পুরো ক্রেডিট লন্ডনের টেলিগ্রাফ সাংবাদিকের পাওয়া উচিত যে নীরব মোদীকে এক্সপোজ করেছে
- এটা গট আপ ম্যাচ, আমরা এতদিন জানতামই না কোথায় লুকিয়েছিল, এখন একজন সাংবাদিক ইটা করলেন, আপনাদের মনে হয় না পর্দার আড়ালে কেউ আছে। আসল ছুপারুস্তম পালিয়ে গেছে।
- নির্বাচনের সময় এখন অনেক স্ট্রাইক দেখা যাবে, আজ নিরব মোদীর স্ট্রাইক দেখলেন এরকম আরও ২-৪টে দেখবেন, এগুলো আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিল, সিনেমায় যেমন হয়, সব জেনে বুঝে করা
- সরকারের কোনও বিশ্বাসযোগ্যতা নেই, ওদের এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে, এর কোন ক্রেডিট ওদের নেই, আমি ওদের কোন ক্রেডিট দেব না
- আরও অন্য লোক আছে, যিনি এখন আর ভারতের নাগরিক নয়, ওদের কাছে এখন অনেক টাকা, কানুন রক্ষা করছে,
- আর শ্রমিকরা কেঁদে বেড়াচ্ছে, বিএসএনএল এর লোকেরা টাকা পাচ্ছে না, পাবলিক সেক্টরের লোকেরা ক্ষতিগ্রস্ত
- এয়ার ইন্দিয়া আমাদের গর্ব, তাদেরকেও বিক্রি করে দিয়েছে। সব কিছু disinvest করে দিচ্ছে
- বেশিদিন থাকলে এরপর পুরো দেশ কেই disinvest করে দেবে
- নোট বাতিল করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ৪৫ বছরে বেকারত্ব সবচেয়ে বেশী।
- এক বছরে ২ কোটি মানুষ বেকার হয়েছেন
- কৃষকরা আজ দুর্দশাগ্রস্ত, আজ তারা আত্মহত্যা করছে, শুধু নির্বাচনের সময় টাকা দিলেই হয় না।