সাম্প্রতিক খবর

মার্চ ২০, ২০১৯

এটা গট আপ ম্যাচ, নীরব মোদীর গ্রেফতার প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

এটা গট আপ ম্যাচ, নীরব মোদীর গ্রেফতার প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • রবীন্দ্র সঙ্গীত বাঙালীর খুব প্রিয়, আমার একটা গান মনে পড়ছে। “তুমি রবে নীরবে, হৃদয়ে মম” – এটা বিজেপির চালাকি
  • পুরো ক্রেডিট লন্ডনের টেলিগ্রাফ সাংবাদিকের পাওয়া উচিত যে নীরব মোদীকে এক্সপোজ করেছে
  • এটা গট আপ ম্যাচ, আমরা এতদিন জানতামই না কোথায় লুকিয়েছিল, এখন একজন সাংবাদিক ইটা করলেন, আপনাদের মনে হয় না পর্দার আড়ালে কেউ আছে। আসল ছুপারুস্তম পালিয়ে গেছে।
  • নির্বাচনের সময় এখন অনেক স্ট্রাইক দেখা যাবে, আজ নিরব মোদীর স্ট্রাইক দেখলেন এরকম আরও ২-৪টে দেখবেন, এগুলো আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিল, সিনেমায় যেমন হয়, সব জেনে বুঝে করা
  • সরকারের কোনও বিশ্বাসযোগ্যতা নেই, ওদের এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে, এর কোন ক্রেডিট ওদের নেই, আমি ওদের কোন ক্রেডিট দেব না
  • আরও অন্য লোক আছে, যিনি এখন আর ভারতের নাগরিক নয়, ওদের কাছে এখন অনেক টাকা, কানুন রক্ষা করছে,
  • আর শ্রমিকরা কেঁদে বেড়াচ্ছে, বিএসএনএল এর লোকেরা টাকা পাচ্ছে না, পাবলিক সেক্টরের লোকেরা ক্ষতিগ্রস্ত
  • এয়ার ইন্দিয়া আমাদের গর্ব, তাদেরকেও বিক্রি করে দিয়েছে। সব কিছু disinvest করে দিচ্ছে
  • বেশিদিন থাকলে এরপর পুরো দেশ কেই disinvest করে দেবে
  • নোট বাতিল করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ৪৫ বছরে বেকারত্ব সবচেয়ে বেশী।
  • এক বছরে ২ কোটি মানুষ বেকার হয়েছেন
  • কৃষকরা আজ দুর্দশাগ্রস্ত, আজ তারা আত্মহত্যা করছে, শুধু নির্বাচনের সময় টাকা দিলেই হয় না।