Latest News

December 20, 2016

There is cash crunch as well as bank crunch: Mamata Banerjee in Bankura

There is cash crunch as well as bank crunch: Mamata Banerjee in Bankura

Bengal Chief Minister Mamata Banerjee slammed the Centre today yet again saying that the situation on ground due to demonetisation is grim. She later took to Twitter to post her views.

The Chief Minister said, as an effect of demonetisation, labourers were not getting wages under the 100 Days’ Work Scheme. Earlier, 30,000 people used to work under the scheme in Bankura, which has now come down to 10,000.

She said that the money received for paying those who work under the scheme has also come down drastically – less by Rs 135 crore.

The CM said, “The situation on ground is very grim. With weekly limit of Rs 24000, banks were supposed to give Rs 96000 per month. For 100 Days’ Work, workers get Rs 5000+ in a month. Banks are unable to give this amount also. What will the people eat?”

The rural economy is in tatters. “The rural economy is dependent on cooperative banks. Even they are not receiving money” the CM said.

Mamata Banerjee added, “There are no workers to harvest paddy. Crores of people have lost their jobs. The rural people are suffering immensely. This is an area where there is bank. Imagine the situation where there is no bank”.

She went on: “There is cash crunch as well as bank crunch”.

She admonished the Central Government and asked it to “first create the infrastructure for cashless economy; only bhashan won’t do. Every day a decision is changed it means this is an unstable government.”

 

টাকা ও ব্যাঙ্ক দুইই অমিলঃ নোট বাতিল ইস্যুতে বাঁকুড়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোটবাতিলের বিরুদ্ধে আবারও সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নোটবাতিলের ফলে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে।

তিনি বলেন, নোটবাতিলের ফলে ১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে না। যেখানে আগে বাঁকুড়ায় ১০০ দিনের কাজে ৩০,০০০ শ্রমিক কাজ করত, সেই সংখ্যা আজ মাত্র ১০,০০০ – এ এসে নেমেছে।

১০০ দিনের কাজে বাঁকুড়া জেলা বরাদ্দের ১৩৫ কোটি টাকা কম পেয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “বাস্তবের চিত্রটি খুবই ভয়ঙ্কর। সপ্তাহে সর্বোচ্চ ২৪,০০০ টাকা তুলতে পারার কথা, সেই হিসেবে ব্যাঙ্ক মাসে ৯৬,০০০ টাকা দিতে পারে। ১০০ দিনের কাজে নিযুক্তরা মাসে ৫,০০০ টাকার মত পেয়ে থাকেন। ব্যাঙ্ক এই টাকাও দিতে পাছে না। মানুষ খাবে কি করে? গ্রামীণ অর্থনীতি খুব সংকটে।”

তিনি বলেন, “গ্রামের অর্থনীতি প্রধানত নির্ভর করে সমবায় ব্যাঙ্কগুলির ওপর। সমবায় ব্যাঙ্কগুলি পর্যন্ত টাকা পাচ্ছে না।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধান তোলার জন্য কোনও মজুর পাওয়া যাচ্ছে না। কোটি কোটি মানুষ তাদের জীবিকা হারিয়েছেন। গ্রামের মানুষরা ভয়ঙ্কর কষ্টে আছে। এখানে ব্যাঙ্ক আছে, তাতেই পরিস্থিতি এইরকম, তাহলে ভাবুন যেখানে ব্যাঙ্ক নেই, সেখানে কি অবস্থা।”

তিনি বলেন, “টাকা ও ব্যাংক দুইই অমিল।”

তিনি কেন্দ্রকে সাবধান করে বলেন, “প্রথমে ক্যাশলেস অর্থনীতির জন্য পরিকাঠামো তৈরি করুন, শুধু ভাষণে কাজ হবে না। প্রতিদিন সরকার নিজেদের একটি করে সিদ্ধান্ত বদলাচ্ছেন; এই সরকারের স্থিতিশিল নয়।”