সাম্প্রতিক খবর

মার্চ ৭, ২০১৯

ফয়সালা হবে ভোটেই, রাফাল নিয়ে 'ছুপা রুস্তাম'-কে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ফয়সালা হবে ভোটেই, রাফাল নিয়ে 'ছুপা রুস্তাম'-কে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাফাল তথ্য চুরি গিয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তার পরই ফের বিরোধীরা মাঠে নেমেছেন সরকারকে কোনঠাসা করতে। সেই আক্রমণের পুরোভাগে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার হিন্দিতে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করেন তিনি। লেখেন, ‘দেশে কী ধরনের তামাশা চলছে? খোদ প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি হয়ে যাচ্ছে। এটা দেশের পক্ষে খুবই চিন্তার বিষয়। এ বিষয়ে সরকার কী করবে? এখানে ছুপা রুস্তমটা কে? এর তদন্ত হওয়া দরকার। খুব শীঘ্রই ভোটে এর ফয়সালা হবে।’