সাম্প্রতিক খবর

অক্টোবর ১৫, ২০১৯

আগামী এক মাসে আরও এক কোটি মানুষকে 'স্বাস্থ্যসাথী'-র আওতায় আনার লক্ষ্য সরকারের

আগামী এক মাসে আরও এক কোটি মানুষকে 'স্বাস্থ্যসাথী'-র আওতায় আনার লক্ষ্য সরকারের

আগামী নভেম্বরের মধ্যেই দেড় কোটি পরিবার বা সাড়ে সাত কোটি মানুষের কাছে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখল রাজ্য সরকার। আড়াই বছর ধরে চালু মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের কার্ড এখনও পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষ পরিবার বা সাড়ে ছয় কোটি মানুষের কাছে পৌঁছেছে। বাকি রয়েছে ২০ লক্ষ পরিবার বা এক কোটি মানুষ। তাই জেলায় জেলায় শুরু হয়েছে স্বাস্থ্যসাথীর শিবির।

এখনও পর্যন্ত ৭ লক্ষ ১২ হাজার মানুষ পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস এই স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় চিকিৎসা পেয়েছেন। ক্লেম করা হয়েছে ৭২২ কোটি টাকা। ফি বছর ৪০০ কোটি টাকা প্রকল্প খাতে খরচ করছে সরকার। উপভোক্তার সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ায় আগামী অর্থবর্ষে সরকারি খরচ অনেকটাই বেড়ে হবে ৯০০ কোটি টাকা। শুধুমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পেই ১৩০০ কোটি টাকা খরচের সংস্থান করেছে রাজ্য সরকার।

সরকারি-বেসরকারি মিলিয়ে সবসুদ্ধ ১৬১২টি হাসপাতাল এই প্রকল্পে যুক্ত। পরিষেবা চালু করেছে ১৪৭২টি হাসপাতাল। শুধু প্রাইভেট নয়, সরকারি হাসপাতালেও এই কার্ডে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাচ্ছেন উপভোক্তারা। এদিকে, এই প্রকল্পে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করালে ২০০ টাকার পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসা করালে যানবাহন খরচ হিসেবে ৫০০-৭০০ টাকা সাহায্য পাওয়া যাবে। এইসব ছোট ছোট কিন্তু সাশ্রয়ী পরিবর্তনই স্বাস্থ্যসাথীকে আরও জনপ্রিয় করছে— এমনই মত উপভোক্তাদের অনেকেরই।

সৌজন্যেঃ বর্তমান