সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১৮, ২০১৯

কন্যাশ্রী প্রাপকদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার জন্য ‘স্বপ্নের ভোর’ প্রকল্প

বিধানসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণমন্ত্রী জানান, কন্যাশ্রী প্রাপকদের হাতেকলমে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার জন্য ‘স্বপ্নের ভোর’ নামে একটি প্রকল্প চালু করা হচ্ছে।

কোনও কারিগরি প্রশিক্ষণ নিয়ে কন্যাশ্রীর মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারে, তার জন্য নতুন প্রকল্পটি চালু করা হচ্ছে।

কন্যাশ্রী প্রকল্পে সুবিধা প্রাপকদের সংখ্যা এখন ৫২ লক্ষ ছাড়িয়েছে। এই প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে পারিবারিক আয়ের যে বিধিনিষেধ ছিল, তা উঠিয়ে দেওয়া হয়েছে। ১৩ থেকে ১৯ বছর বয়সি ছাত্রীরা এই প্রকল্পে বাৎসারিক ও এককালীন আর্থিক অনুদান পাবে। কন্যাশ্রী প্রকল্পে বার্ষিক অনুদান এখন বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। ১৮ বছরের পর পড়াশোনা করলে এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেয় সরকার।