April 16, 2018
‘Sufal Bangla’ benefiting farmers and consumers alike

Inspired by Mamata Banerjee, the West Bengal Agricultural Marketing Department launched a scheme to directly procure vegetables from farmers and sell them to consumers from various marketing centres. This scheme, named ‘Sufal Bangla’, is benefiting consumers and farmers alike.
On one hand, farmers are getting fair price for the vegetables produced by them. On the other hand, the consumers are getting these products at a much lower rate at ‘Sufal Bangla’ counter. As of now, 21 such counters operate in and around Kolkata. 46 ‘Sufal Bangla’ mobile vans also sell vegetables at designated places at a fixed time.
In 2017-18, a decision was taken to open 50 more ‘Sufal Bangla’ counters. 10 of these are already operating while 40 more will be opened this year. A quality testing centre has been started at the Krishak Bazaar named after Tapasi Malik in Singur. Solar-powered, temperature-controlled godowns are also being constructed, in association with JICA.The West Bengal Agricultural Marketing Corporation Limited is overseeing the ‘Sufal Bangla’ scheme.
কৃষক ও ক্রেতাদের মুখে হাসি ফোটাচ্ছে সুফল বাংলা প্রকল্প
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন সরাসরি কৃষকদের কাছ থেকে শাক-সবজি সংগ্রহ করে নানা বিপণন কেন্দ্রের মাধ্যমে ক্রেতাদের বিক্রি করে রাজ্য কৃষি বিপণন দপ্তর। এই প্রকল্পের নাম ‘সুফল বাংলা’।
এই প্রকল্পের মাধ্যমে একদিকে কৃষকরা যেমন তাদের খাদ্যশস্য ও শাক-সবজির জন্য ন্যায্য মূল্য পাচ্ছেন, তেমনি ক্রেতাদেরও অনেক কম দামে। এই প্রকল্পটি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে চালু হয়েছে। ২১টি বিপণন কেন্দ্র এবং ৪৬টি মোবাইল গাড়ির মাধ্যমে নির্দিষ্ট সময়ে শাক-সবজি ইত্যাদি বিক্রী করা হয়।
২০১৭-১৮ অর্থবর্ষে আরও ৫০টি স্থায়ী বিপণন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার মধ্যে ১০টি ইতিমধ্যেই চালু হয়ে গেছে এবং বাকি ৪০টি ২০১৮-১৯ অর্থবর্ষে খোলা হবে। সিঙ্গুরে তাপসি মালিকের নামাঙ্কিত বাজারে একটি গুনমান পরীক্ষা কেন্দ্রও খোলা হয়েছে। জাইকার আর্থিক সহায়তায় এই প্রকল্পের জন্য একটি সৌরবিদ্যুৎ চালিত, তাপমাত্রা নিয়ন্ত্রিত গুদামঘর তৈরীর কাজ শুরু হয়েছে।
কৃষি বিপণন দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ কৃষি বিপণন কর্পোরেশন লিমিটেড এই সুফল বাংলা প্রকল্পের দায়িত্বে আছে।