April 25, 2016
Strengthening the Panchayat System – Bengal shows the way

Bengal is among the best when it comes to rural development. The State has earned laurels from even the World Bank for the surge of development in the villages.
Ma, Mati, Manush government has made immense progress in the strengthening of the three-tier Panchayati Raj system.
Here are some notable achievements:
Reservation of 50% per cent of seats and offices in Panchayats for women and reservation of 50 per cent of seats and offices including those reserved for women in favour of SC, ST and BC have been ensured through enactment in 2012 and Panchayat Elections in 2013.
The accounts of all the Panchayats have been fully computerized. Training infrastructure has been expanded to have, besides one State
Institute of Panchayats & Rural Development and 5 Extension Training Centres, 30 District Training Centres across the State – a fact that has been adjudged by Government of India as one of the best in the country
All Elected Representatives (around 58,000) have been trained after the Panchayat Elections in 2013, followed by regular refresher training for them as well as other functionaries through different means, e.g., institution-based residential training, mobile training and satellite channel-based training
The World Bank supported Institutional Strengthening of Gram Panchayats (ISGP) Project has generated over the last 3 years innumerable good practices and innovative & Social Management Framework etc. thereby creating a scope for replication of these initiatives across the State.
পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথ দেখিয়েছে বাংলা
পল্লী উন্নয়নে সারা দেশে সেরা রাজ্যগুলির মধ্যে রয়েছে বাংলা। স্বয়ং বিশ্বব্যাঙ্ক স্বীকৃতি দিয়েছে বাংলার গ্রাম উন্নয়নের এই জোয়ারকে।
ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পরিকাঠামোকে আরো শক্ত করতে মা-মাটি-মানুষের সরকারের অবদান অনস্বীকার্য।
এই ব্যাপারে কিছু অসামান্য কৃতিত্বের কথা তুলে ধরা হল:-
পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০% আসন সংরক্ষণ এবং মহিলাসহ SC, ST, BC তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য পঞ্চায়েতে ৫০% আসন সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে ২০১২ সালে আনা আইনের মাধ্যমে এবং ২০১৩ সালে হওয়া পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে।
পঞ্চায়েতের সব নথির ডিজিটাইজেশন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ পরিকাঠামোরও প্রসার আনা হয়েছে।
পঞ্চায়েত ও পল্লী উন্নয়নের প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশিক্ষণের আরো ৫টি এক্সটেনশন কেন্দ্র, ৩০টি জেলা প্রশিক্ষণকেন্দ্র সারা রাজ্য জুড়ে কাজ করে চলেছে, যা ভারত সরকারের মতে এক অনন্য সাফল্য।
পঞ্চায়েতের সকল নির্বাচিত প্রতিনিধিরা (যাদের সংখ্যা প্রায় ৫৮,০০০) প্রশিক্ষণ পেয়েছেন ২০১৩ সালের নির্বাচনের পরে এবং তার পরবর্তী কালেও নিয়মিত প্রশিক্ষণ পেয়েছেন সব পঞ্চায়েত কর্মীরা আবাসিক প্রশিক্ষণকেন্দ্র, মোবাইল প্রশিক্ষণ ও স্যাটেলাইট চ্যানেল ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে।
বিশ্বব্যাঙ্ক সমর্থিত Institutional Strengthening of Gram Panchayats (ISGP) প্রকল্পটি বিগত ৩ বছরে ভালো কাজ করেছে এলাকার সামাজিক পরিকাঠামোকে আরো জোরদার করে তোলার জন্য, যা থেকে গোটা রাজ্য জুড়ে এই প্রকল্পের বিস্তার করা সম্ভব হবে।