মার্চ ২, ২০১৯
চালু হল এসি ট্রাম

যাত্রী পরিবহণ আরও সহজ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। গত ২৫শে ফেব্রুয়ারি দু’টি এক বগির এসি ট্রামের সূচনা করলেন পরিবহণ মন্ত্রী। তিনি বলেন, শহরের ঐতিহ্য হল ট্রাম। এই ঐতিহ্য ধরে রাখা হবে।
এর আগেও প্রমোদ ভ্রমণের জন্য চরৈবেতি এবং রূপসী বাংলা নামক দুটি এসি ট্রাম চালু করেছিল পরিবহণ দপ্তর। নতুন টএসি ট্রামের রুটগুলি খুব শীঘ্র চূড়ান্ত করা হবে। ভাড়াও তখন নির্ধারণ করে হবে।
এই নতুন ট্রামগুলির আসন সংখ্যা ৩২। এই ট্রামগুলো নোনাপুকুর ট্রাম ডিপোতে তৈরী করা হয়েছে। এই ট্রামে ৫.৫ টন এসি লাগানো হয়েছে। থাকছে এলইডি বালব এবং পাখাও। জানালায় থাকছে পর্দা।
এই ট্রামে নিউম্যাটিক দরজা থাকছে যেটা ট্রামচালক নিয়ন্ত্রণ করবেন। ঐতিহ্যের কথা মাথায় রেখে থাকবে কন্ডাক্টরদের বাজানোর বেলও।
সৌজন্যেঃ বর্তমান