November 17, 2017
State Govt to set up hydroelectric power station in the Hills region

The Bengal Government would start the construction of a batch of small hydroelectric power stations in the Hills region.
The one at Ragnu in Darjeeling district, worth 6 megawatt (MW) has already been approved and work is in progress. Surveys are going on for setting up others in Rimbik, Nagrakata, Mirik and other places.
Hydroelectric power stations are much less pollution, hence the decision for setting up these in an ecologically sensitive region like the Darjeeling district has been taken.
Currently, 1076 MW of electricity is produced in Bengal using the hydroelectric method.
Source: Bartaman
পাহাড়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজে ঝাঁপাচ্ছে রাজ্য
পাহাড়ে নতুন করে একগুচ্ছ নয়া জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করতে চায় রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। সেই মতো রিম্বিক, নাগরাকাটা, মিরিক সহ একাধিক জায়গায় সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং জেলার রগনুতে ছ’মেগাওয়াটের আরও একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা চলছে। সমীক্ষার জন্য গত মাসের শেষের দিকে টেন্ডার ডাকা হয়েছে।
বর্তমানে রাজ্যে জলবিদ্যুৎ ক্ষেত্র থেকে ১০৭৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। তার মধ্যে ৯০০ মেগাওয়াটের পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পও রয়েছে। বাকিগুলি হল, তিস্তা ক্যানাল প্রকল্প (৬৭.৫ মেগাওয়াট), রাম্মাম প্রকল্প (৫১ ,মেগাওয়াট), জলঢাকা প্রকল্প (৪৪ মেগাওয়াট) সহ অন্যান্য কেন্দ্র। রাজ্য চাইছে দার্জিলিংয়ে ছোট (কমবেশি ৫ মেগাওয়াট) জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে।
জলবিদ্যুতের ক্ষেত্রে দূষণের সমস্যা কম থাকে। তার ওপর এইসব কেন্দ্র তৈরি হয়ে যাওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের খরচ তুলনামুলকভাবে অনেক কম হয়। পাহাড়ে জলবিদ্যুতের পাশাপাশি পুরুলিয়ায় তুর্গা পাম্প স্টোরেজ প্রকল্প (১০০ মেগাওয়াট) রুপায়ন করার সিদ্ধান্ত হয়েছে।
তাপবিদ্যুতের পাশাপাশি এবার অচিরাচরিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়োমাসসহ অন্যান্য উৎস রয়েছে। তাঁর মধ্যে পাখির চোখ করা হচ্ছে সৌরবিদ্যুৎ ও জলবিদ্যুৎকেই।