জুলাই ৩০, ২০১৯
অ্যানিমেশন ও ভিস্যুয়াল এফেক্টসেও সেরা হতে উদ্যোগী রাজ্য সরকার

পশ্চিমবঙ্গকে অ্যানিমেশন এবং ভিস্যুয়াল এফেক্টস-এর সেরা রাজ্যে পরিণত করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নিউটাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে এই উদ্যোগের কথা বলেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।
তিনি বলেন, বণিকসভা ফিকির রিপোর্ট অনুযায়ী, এদেশে আগামী তিন বছরে ভিস্যুয়াল এফেক্টস-এর বাজার হবে ১৩ হাজার ১৭০ কোটি টাকার। বৃদ্ধির হার ১৭.২ শতাংশ। বর্তমানে ৩০০ অ্যানিমেশন স্টুডিও আছে, প্রায় ২০ হাজার শিল্পী এখানে নিযুক্ত। নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো সংস্থা যাতে পশ্চিমবঙ্গে এসে দেশীয় প্রযুক্তিতে অ্যানিমেশন তৈরি করে, আমরা সেই চেষ্টা করব।
তিনি আরও বলেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, অ্যানালিটিক্স-এর মতো প্রযুক্তিকে ব্যবহার করতে পশ্চিবমঙ্গ আগ্রহী। এর জন্য একটি টেকনোলজি সেন্টার গড়বে রাজ্য, যেখানে অ্যানিমেশন ও ভিস্যুয়াল এফেক্টসকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ওয়েবেল ডিকিউই অ্যাকাডেমি বছরে ৫০০ গ্র্যাজুয়েট তৈরী করবে। যাঁরা এই শিল্পের পেশাদার হিসেবে কাজ করবেন।
রাজ্য সরকারের অ্যানিমেশন কোর্স পাশ করে চাকরি পেয়েছেন ২৩ জন ছাত্রছাত্রী। ওই ছাত্রছাত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। ২০১৮ সাল থেকে ওয়েবেল ভবনে অ্যানিমেশন কোর্স পড়ানো হয়। এরপর বিএসসি কোর্সও পড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রীর কথায়, বাঙালির ডিএনএ-র মধ্যে রয়েছে অ্যানিমেশন। আজ অ্যানিমেশনের উপর ভিত্তি করেই সিনেমা তৈরি হচ্ছে। আমরা চাই, আঞ্চলিক ভাষায়ও অ্যানিমেশনের উপর ভিত্তি করেই সিনেমা তৈরি হোক। বর্তমানে ৬৪ জন এই কোর্সে পড়ছে। আমরা চাই এই সংখ্যাটা ৫০০ হোক।
সৌজন্যেঃ বর্তমান