মার্চ ১১, ২০১৯
আলু কেনার জন্য সমবায় ব্যাঙ্কে শীঘ্রই অ্যাকাউন্ট খোলা যাবে

চাষিদের কাছ থেকে আলু কেনার জন্য সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নেবে হিমঘরগুলি – এজন্য বিশেষ প্রকল্প চালু করছে রাজ্য সরকার। এর জন্য বিশেষ অ্যাকাউন্ট খুলতে হবে।
সমবায় ব্যাঙ্ক থেকে হিমঘরগুলিকে আলু কেনার জন্য ঋণ নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বৈঠকে।ব্যাঙ্কার্স কমিটির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক ছাড়াও রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকেন। রাজ্যের কৃষি, বাণিজ্য, পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে ঋণ দেওয়া নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।
পয়লা মার্চ থেকে চাষিদের কাছ থেকে আলু কেনার প্রক্রিয়া শুরু হয়। দক্ষিণবঙ্গে তা ১৭ মার্চ পর্যন্ত এবং উত্তরবঙ্গে ২৪ মার্চ পর্যন্ত চলবে।সরকারি উদ্যোগে সাড়ে পাঁচ টাকা কেজি দরে আলু কেনা হবে বলে ঠিক হয়েছে। জেলা প্রশাসনগুলির সঙ্গে হিমঘর মালিকদের বৈঠক হচ্ছে।
সরকারি উদ্যোগে আলু বিক্রি করতে হলে চাষিদের বিডিও অফিসে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। বিডিও অফিস থেকে চাষিদের নামের তালিকা যাবে হিমঘরগুলিতে।