Latest News

March 31, 2017

State Govt to fit solar plants on roofs of govt offices, schools, colleges

State Govt to fit solar plants on roofs of govt offices, schools, colleges

The Bengal Power Department is keen to generate solar energy by setting up solar plants on the roofs of Government offices, schools and colleges. A beginning has been made with the recent inauguration of one such rooftop solar plant at at Rampurhat College.

Bengal Government is laying a lot of stress on producing solar energy. Chief Minister Mamata Banerjee has laid the foundation of a scheme called ‘Aloshree’ under which solar plants are being set up on the rooftops of various Government offices across the State.

Among the major solar power projects of the State are the solar photovoltaic (PV) plants at Santaldih and Chhara in Purulia district and at Mejia in Bankura distirct, and the canal bank solar PV project at Haptiagachh in North Dinajpur district. West Bengal is a pioneer in setting up canal bank solar PV projects in the country.

The Power Department has also taken up an elaborate scheme to set up 500 MW ultra mega solar parks in Purba Medinipur, Paschim Medinipur and Bankura districts.

 

সৌরবিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

বিকল্প শক্তি উৎপাদনে জোর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চালু হয়েছে আলোশ্রী প্রকল্প। এই প্রকল্পে রাজ্য জুড়ে সরকারি অফিসের ছাদে বসানো হবে সোলার প্যানেল।

রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বীরভূমের রামপুরহাট কলেজে এই প্রকল্পের সূচনা করে বলেন, রাজ্য সরকার খুব আগ্রহী সৌরশক্তি উৎপাদনের জন্য। রাজ্য সরকারের সমস্ত অফিস, স্কুল ও কলেজের ছাদে বসানো হবে সোলার প্যানেল। গ্রামীণ বিদ্যুতায়নের কাজও প্রায় শেষ পর্যায়ে।

উত্তর দিনাজপুরে একটি ১০ মেগা ওয়াটের ক্যানাল ব্যাঙ্ক সোলার ফটোভোল্টাইক প্রকল্প ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এই ধরনের ক্যানাল ব্যাঙ্ক সোলার ফটোভোল্টাইক প্রকল্প দেশে এই প্রথম।

একই রকম আরও তিনটি প্রকল্প হবে পুরুলিয়ার সাঁওতালডিহি ও বাঁকুড়া জেলার মেজিয়ায়। বিদ্যুৎ দপ্তর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় ৫০০ মেগা ওয়াটের আলট্রা মেগা সোলার পার্ক তৈরির প্রকল্প হাতে নিয়েছে।