সাম্প্রতিক খবর

মে ২১, ২০১৮

ডাচ প্রযুক্তিতে সস্তায় রাস্তা তৈরী করবে রাজ্য

ডাচ প্রযুক্তিতে সস্তায় রাস্তা তৈরী করবে রাজ্য

প্রচলিত সড়ক নির্মাণ প্রযুক্তিতে জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা শহর কেন্দ্রিক ছোট রাস্তাগুলির প্রতি বছর সংস্কারের ফলে বাড়ছে রাস্তার উচ্চতা। এই সমস্যা এবার যেমন কাটিয়ে ওঠা যাবে, তেমনই এক ধাক্কায় রাস্তা বা সড়কের সব আবহাওয়াতেই আয়ু ও বহন ক্ষমতা বাড়বে প্রায় তিনগুন। সময় বাঁচবে প্রায় অর্ধেক। খরচ বাঁচবে প্রায় ২০ শতাংশ। আর যেহেতু এই নতুন প্রযুক্তিতে মাটি, পাথরের সঙ্গে সিমেন্ট ও জিওক্রিট নামে এক ধরনের সাদা সূক্ষ্ম পাউডার মিশিয়ে কংক্রিটের রাস্তা নির্মাণ করা হয় ও শেষ স্তরে বিটুমিনের কোড দেওয়া হয়। একবার রাস্তা তৈরী হলে, ফের সেই রাস্তা তৈরী বা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আগের উপাদাঙ্গুলিকেই পুনরায় ব্যবহার করা যায়। তাই রাস্তার উচ্চতা একই থাকে। বাড়তি পাওনা হবে এই রাস্তা হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব।

সড়ক ও রাস্তা নির্মাণের ক্ষেত্রে নেদারল্যান্ডের সরবাধুনিক প্রযুক্তি ‘জিওক্রিট সয়েল স্টেবিলাইজেশন টেকনোলজি’ ব্যবহার করলে সড়ক ও রাস্তার গুণগত মান বদলাবে এভাবেই। রাজ্য সরকার নেদারল্যান্ডের এই নতুন প্রযুক্তিই ব্যবহার করবে সড়ক নির্মাণে। নয়া প্রযুক্তির ওপর আগ্রহ দেখিয়ে আপাতত রাজ্যের ২০ কিলোমিটার রাস্তা পাইলট প্রোজেক্ট হিসাবে নতুন প্রযুক্তিতে তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রজুক্ত এখন ইউরোপের দেশগুলোতে ব্যবহার করা হচ্ছে।

প্রসঙ্গত, এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রতিনিধিত্বকারী দেশ নেদারল্যান্ডের পক্ষ থেকে সড়ক নির্মাণে তাদের এই নয়া প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দেওয়া হয় রাজ্যকে।

 

Source: Khabar 365 Din