জুলাই ৩০, ২০১৯
স্টার্টাপদের সাহায্য করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

রাজ্য বিজ্ঞান, প্রযুক্তি ও বায়োপ্রযুক্তি দপ্তর নতুন স্টার্টাপদের দক্ষতা উন্নয়নের জন্য মৌলনা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দুটি নতুন কোর্স শুরু করা হবে।
বিধান নগরের বিজ্ঞান চেতনা ভবনে এই চুক্তি দুটি স্বাক্ষরিত হয়। এই নতুন কোর্সদুটি হল জিয়োইনফরমেটিক্সে এম টেক এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড টেকনোলজি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্রাজুয়েট।এই দুই কোর্স সম্পূর্ণ করলে পড়ুয়ারা কর্মসংস্থানের অনেক বেশী সুযোগ পাবেন পাশাপাশি নিজের স্টার্ট আপেও অনেক সুবিধা পাবেন।
ডিপ্লোমা কোর্সটি মূলত উদ্যোগপতিদের সাহায্য করবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নিয়ে। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য বাংলার যুবরা যেন এখানেই নিজেদের জীবিকা অর্জন করতে পারে এবং এইজন্য তিনি তাদের নানারকম সুযোগ তৈরী করে দিচ্ছেন।