Latest News

August 11, 2017

State Govt setting up Rs 200 cr fund to boost startups in Bengal

State Govt setting up Rs 200 cr fund to boost startups in Bengal

The State Government will create a Rs 200 crore fund to encourage the setting up of startups in Bengal.

Currently, there are 21 institutes across the state that train the young generation to start their own businesses. These not only teach about the different types of startup businesses but also rope in prominent industrialists from the state to teach the nitty-gritties of business.

With respect to funding, there are four banks that have come forward to provide financial assistance to new ventures.

Now, the State Government has also decided to create a fund worth Rs 200 crore. Any startup showing good potential will be given financial assistance upto Rs10 lakh. Some interesting startups are already in the government’s focus as they have shown the potential to create new employment in the state.

During the 2017 Bengal Global Business Summit, held on January 20 and 21, the startup business in Bengal had been declared an area of potential growth.

 

 

Source: The Times of India

স্টার্ট-আপে সহযোগিতা করতে ২০০ কোটির তহবিল খুলছে রাজ্য সরকার

স্টার্ট-আপে সহযোগিতা করতে ২০০ কোটির তহবিল খুলছে রাজ্য সরকার। বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, রাজ্য সরকার খুব শীঘ্রই একটি ২০০ কটি টাকার তহবিল খুলবে স্টার্ট-আপে সহযোগিতা করতে।

তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে ২১টি প্রতিষ্ঠান আছে যারা রাজ্যের যুব ও তরুন সমাজকে নিজের নিজের ব্যাবসা খোলার প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রতিষ্ঠানগুলি যে শুধু বিভিন্ন ধরনের স্টার্ট-আপের কথা বলছে, তা নয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন নামী ব্যাবসায়ীদের নিয়ে আসছেন যাতে তরুন ও যুব’রা ব্যাবসার খুঁটি-নাটি সব জানতে পারেন।

তিনি আরও বলেন, এই মুহূর্তে রাজ্যে চার’টি ব্যাঙ্ক আছে যারা স্টার্ট-আপে অর্থনৈতিক সাহায্য করে। এছাড়াও খুব শীঘ্রই একটি ২০০ কটি টাকার তহবিল খুলবে স্টার্ট-আপে সহযোগিতা করতে। যে স্টার্ট-আপে উন্নতির সম্ভবনা আছে, সেই সকল স্টার্ট-আপকে সহযোগিতা করবে সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত।

এই মুহূর্তে সরকারের নজরে বেশ কিছু ভালো স্টার্ট-আপ আছে যাতে অনেক কর্মসংস্থান হবে। ২০ ও ২১শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই স্টার্ট-আপ-কে নতুন সম্ভাবনার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়।