সাম্প্রতিক খবর

মে ১, ২০১৮

শিশু শ্রম রুখতে দৃঢ়প্রতিজ্ঞ রাজ্য সরকার

শিশু শ্রম রুখতে দৃঢ়প্রতিজ্ঞ রাজ্য সরকার

২০১১ সালে বিপুল ক্ষমতায় আসার পর থেকেই শিশু শ্রম নিয়ন্ত্রণে একগুচ্ছ কর্মসূচী নিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার।

১৪ বছর ও তার নীচের যে কোনও শিশুকে কোনরকম বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না এবং বিপজ্জনক নয়, এমন কাজও কোন শিশু করলে, তাকে নির্দিষ্ট সময়ের বেশী কাজ করানো যাবে না। কাজের পর তার উপযুক্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে। এরই মাধ্যমে চাইল্ড অ্যান্ড অ্যাডলসেন্ট লেবার (প্রোহিবিশান অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ২০১৬ কার্যকর করা হয়।

১. এনসিএলপি’র অন্তর্গত বিশেষ স্কুল

রাজ্যে ন্যাশানাল চাইল্ড লেবার প্রোজেক্টের অধীনে ৯৮৫টি স্কুল আছে, যার মধ্যে ৮৬২টি ইতিমধ্যেই চালু আছে।

২. রেসিডেনশিয়াল স্কুল

কর্মরত শিশুদের খাদ্য, বাসস্থান, জামাকাপড়, স্বাস্থ্য প্রদানের সঙ্গে সঙ্গে শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের জন্য একটি বিশেষ স্কুল খোলার কথা বলা হয়েছে রাজ্যকে। বর্তমানে উত্তর দিনাজপুর, নদীয়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে এরকম স্কুল চালু আছে। বাকি জেলাগুলিতে এই স্কুল খোলার প্রক্রিয়া চলছে। ২০১৭-১৮ সালের রাজ্য বাজেটে এই বাবদ ৩০ লক্ষ টাকা খরচ করা হয়েছে ও ২০১৮-১৯ সালের বাজেটে এই বাবদ ৪০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।