November 3, 2017
State Govt promoting home stay tourism in Adivasi-populated villages in the Ayodhya Hills

The Bengal Government is promoting home stay tourism in the Adivasi-populated villages in the Ayodhya Hills in Purulia district. The first such project is being implemented in Punia Sasan village in Baghmundi block.
Over the last few years, it is being seen that more and more people are visiting the verdant Ayodhya Hills, especially in winter. Since it is difficult and not environment-friendly to construct too many resorts in ecologically fragile areas, the government has come up with this measure to accommodate tourists.
These home stays would also give the Adivasi villagers, most of whom are poor, an additional source of income. The Adivasi villagers who would be running these home stays are being given training for the purpose.
Being the original inhabitants of the land, the Adivasis are intimately acquainted with the history, and folk culture and literature of the region. Hence, they can be the guides for tourists flocking the region.
Staying in home stays would also give tourists a feel of Adivasi life.
Source: Ei Samay
অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে হোম-স্টে’তে জোর দিচ্ছে রাজ্য সরকার
পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে হোম-স্টে ট্যুরিসমে জোর দিচ্ছে রাজ্য সরকার। বাঘমুন্ডি জেলার পুনিয়া ও শাসন জেলার জন্য রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ এই প্রথম।
বিগত কয়েক বছরে দেখা গেছে, প্রচুর মানুষ অযোধ্যা পাহাড় বেড়াতে গেছে, বিশেষ করে শীতকালে। এইসকল অঞ্চলে রিসর্ট তৈরি করা কষ্টসাধ্য এবং পরিবেশ-বান্ধবও নয়। তাই, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের হোম-স্টে গুলি আদিবাসীদের অতিরিক্ত রোজগারের সুযোগ করে দেবে।
এই হোম-স্টে’গুলি যে বাড়িতে করা হবে, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে অতিথি সৎকারের।
আদিবাসীদের এই প্রকল্পে আনার কারন হল, যেহেতু তাঁরা এই অঞ্চলের পুরনো বাসিন্দা, স্থানীয় ইতিহাস খুব ভালো জানেন। তাই তাঁরা গাইডের কাজ খুব ভালো পারবেন।
এই হোম-স্টেগুলিতে থেকে পর্যটকরা আদিবাসী জীবনের আস্বাদ পাবেন, যা কোনও হোটেলে কেউ পেতে পারবেন না।