সাম্প্রতিক খবর

মার্চ ২০, ২০১৯

দোলের জন্য ভেষজ রঙে জোর রাজ্যের

দোলের জন্য ভেষজ রঙে জোর রাজ্যের

দোল এবং হোলিতে ভেষজ আবির ব্যবহার করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর এবং উদ্যানপালন দপ্তর।

একটি স্বনির্ভর গোষ্ঠীর তৈরী করা এই ভেষজ আবির বিধাননগরের ময়ূখ ভবনে বিক্রী করা হচ্ছে। পাঁচ রঙের আবির মিলবে – সবুজ, কমলা, গোলাপি, হলুদ এবং বেগুনী। এজন্য স্টল তৈরী করা হয়েছে এবং খোলা থাকবে আজ পর্যন্ত। ১০০ গ্রামের দাম আবিরের দাম ৩০ টাকা।

যে স্বনির্ভর গোষ্ঠী এই রঙ তৈরী করছে, তাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরেই তারা এই ভেষজ আবির তৈরী করছেন।

আবিরের এই রঙ ফুলের রেণু, ট্যালকাম পাউডার এবং অ্যারারুট মিশিয়ে তৈরী করা হয়। আবির তৈরী করা হয়েছে গোলাপ, পলাশ, অপরাজিতা, গাঁদা এবং দোপাটি থেকে।