সাম্প্রতিক খবর

জুলাই ১৩, ২০১৯

সবুজ সাথীর সাফল্যের পর শহরের স্কুল পড়ুয়াদের জন্য সুখবর রাজ্য সরকারের

সবুজ সাথীর সাফল্যের পর শহরের স্কুল পড়ুয়াদের জন্য সুখবর রাজ্য সরকারের

তাঁর মস্তিষ্ক প্রসূত আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সবুজ সাথী প্রকল্পের পর শহরের স্কুল পড়ুয়াদেরও একই রকমের খুশির বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলতলা গার্লস স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার বেশীর ভাগ রাস্তাতেই সাইকেল চলাচল বারন। তাই, এর বিকল্প কিছু ভাবছি কলকাতার স্কুল পড়ুয়াদের জন্য। আমি দার্জিলিঙের পড়ুয়াদের বর্ষাতি দিয়েছি কারণ পাহাড়ে সাইকেল চালানো খুব কষ্টকর।

২০১৫-১৬ সালের রাজ্য বাজেটে সবুজ সাথী প্রকল্প ঘোষিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় ১ কোটি পড়ুয়াকে সাইকেল প্রদান করা হয়েছে। এই প্রকল্পের অধীনে সরকারি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পরিবেশ বান্ধব সাইকেল দেওয়া হয়।

গত এপ্রিল মাসে এই প্রকল্প রাষ্ট্রসঙ্ঘের ডব্লুএসআইএস পুরষ্কারে ভূষিত হয়।