সাম্প্রতিক খবর

মার্চ ১, ২০১৯

জমি থেকে লোন, সুরাহা মিলবে ‘শিল্প দিশায়’

জমি থেকে লোন, সুরাহা মিলবে ‘শিল্প দিশায়’

শিল্প সংক্রান্ত যেকোনও রকম সহায়তা করতে, যেমন জমির সমস্যা বা বিদ্যুতের সংযোগ, পলিউশন সার্টিফিকেট বা আরও অন্য যেকোনও রকম সমস্যার সমাধান মিলছে ‘শিল্পদিশা’ অ্যাপে। অ্যাপ খোলার মাত্র ১৫ দিনেই উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গ থেকে শ’খানেক জিজ্ঞাস্য এবং অভিযোগ এসেছে এই অ্যাপে। সমাধান বাতলে দিয়েছেম ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের অধিকর্তারা।

রাজ্যের শিল্পপতিদের সমস্যার সমাধানে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেই এই নয়া অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কারখানা তৈরী করতে বা শিল্পে বিনিয়োগ করতে কোনও সমস্যায় পরলেই এই অ্যাপে অভিযোগ জানাতে পারবেন যে কেউ। মিটবে চটজলদি সমাধান। কোথায় গেলে সমস্যার সমাধান হবে, টাও জানা যাবে এই অ্যাপের মারফৎ। কন্ট্রোল থেকে সজাগ করে দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরকে। যাতে অভিযোগকারী সেখানে গিয়ে দ্রুত সমাধান পান।

এখন পর্যন্ত শুধু দিনের বেলায় এই অ্যাপের দায়িত্বে রাখা হচ্ছে অধিকর্তাদের। তাঁরা নজর রাখছেন এবং উত্তর দিচ্ছেন। ভবিষ্যতে ২৪ ঘণ্টার জন্যই লোক নিয়োগ করা হবে। এখন পর্যন্ত মূলত আসছে জমির সংক্রান্ত বিভিন্ন সমস্যার অভিযোগ।

আগামীদিন এই অ্যাপকে আরও জনপ্রিয় করা হবে। অ্যাপকে আরও ভালো করে ব্র্যান্ডিং করা হবে। সাধারণ মানুষ যাতে এই অ্যাপটি সহজে ব্যবহার করতে পারে, সেইমতো করেই এটি তৈরী করা হয়েছে। শিল্প গড়তে যা যা সমস্যা, তা এক ছাতার তলায় আনতেই এই অ্যাপ তৈরী করা হয়। আগামীদিন এই অ্যাপ খুব কার্যকরী হবে।

এই অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

ফাইল চিত্র