November 10, 2017
State Govt launches ‘Bengalathon 2017’ to find IT-based solutions

To find out solutions to the real-life challenges we face in various fields, the Bengal Government has launched a competition called ‘Bengalathon 2017’. The Bengal Government’s information technology (IT) arm, Webel is a co-organiser of the event.
This hackathon is meant for professionals in IT and related fields, like graphic designers, interface designers, project managers and others. The competing teams have to create a website and an app for each of their projects.
Competition is open in five fields, from which a total of three winners would be selected. They would be awarded at the 2018 Bengal Global Business Summit (BGBS), to be held in January. The five areas are financial technology (fintech, in short), travel and tourism, last-mile transport (e.g., e-rickshaw or toto), elder care or gerontology and food technology in the unorganised sector.
According to the State IT Minister who inaugurated the competition on November 3, with the incentives being showered on IT entrepreneurship, Bengal is gradually becoming a major hub for innovation.
Source: Aajkal
Image source: Twitter.com/bengalathon
তথ্যপ্রযুক্তিতে সমাধান খুঁজে পেতে ‘বেঙ্গলাথন’
দৈনন্দিন জীবনের নানারকম সমস্যা তথা প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে রাজ্য জুড়ে তথ্য প্রযুক্তির এক প্রতিযোগিতার আয়োজন করল রাজ্য তথ্য প্রযুক্তি দপ্তর। পোশাকি নাম ‘বেঙ্গলাথন’। সহযোগিতায় আছে ওয়েবেল, প্রাইসওয়াটারহাউস কুপার্স প্রাইভেট লিমিটেড, ন্যাসকম।
মোট ৫টি বিষয়ের ওপর এই প্রতিযোগিতায় বিজয়ী তিনজন প্রার্থীকে আগামী বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে পুরস্কৃত করা হবে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী।
যে বিষয়গুলির ওপর প্রতিযোগিতা হবে, সেগুলি হল, ফিনান্সিয়াল টেকনোলজি বা অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন বিষয়, পর্যটন ও ভ্রমণ শিল্প, লাস্ট মাইল ট্রান্সপোর্ট বা টোটো, অটো বা ই-রিক্সা সংক্রান্ত, বয়স্কও নাগরিকদের সুবিধার জন্য এবং অসংগঠিত খাদ্য শিল্প সংক্রান্ত।
প্রতিযোগীরা তাদের নতুন প্রযুক্তির বিষয়ে কাগজ জমা দেওয়ার পর জানুয়ারি মাসে তাদের এ ব্যাপারে গোটা বিষয়টি কীভাবে হবে তাঁর সবিস্তার ব্যাখ্যা ও প্রয়োগের বিষয়টি জমা দিতে হবে। অ্যাপ এবং ওয়েবসাইট দুটোই তৈরি করা হবে।
মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি হচ্ছে, দেশের মধ্যে এগিয়ে তথ্য প্রযুক্তির নানা উদ্ভাবনে। পরিবেশ তথ্য প্রযুক্তির শিল্পের পক্ষে অনুকুল। রাজ্য সরকারের এ ব্যাপারে যে ‘ইনসেনটিভ পলিসি’, দেশের মধ্যে সেরা।