সাম্প্রতিক খবর

মে ১, ২০১৮

চা শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা

চা শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা

চা শ্রমিকদের জন্য সংশোধিত মজুরি – ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রিপাক্ষিক সমঝোতার ফলে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৯৫ টাকা থেকে বেড়ে ১১২.৫ টাকা হয় এবং পরের অর্থবর্ষে ১২২.৫ টাকা হয়, এবং পরের অর্থবর্ষে হয় ১৩২.৫ টাকা। চা বাগানের কর্মী ও উপ-কর্মীদের বেতনও বৃদ্ধি পায়।

২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ১৭.৫০ টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়। এর ফলে তাদের দৈনিক আয় বেড়ে হয়েছে ১৫০ টাকা। ডুয়ার্স ও তরাই অঞ্চলের ৯৫ শতাংশ চা বাগান তাদের শ্রমিকদের এই বর্ধিত মুল্যে মজুরি দিচ্ছে। বাকি বাগানগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে ২০১৮ সালের ১০ই মার্চের মধ্যে বর্ধিত মজুরির বকেয়া মিটিয়ে দিতে।

দি প্ল্যান্টেশান্স লেবার অ্যাক্ট ১৯৫১ অনুসারে সমাজ কল্যাণ কর্মসূচীতে নিয়োগকর্তাকে আবাসন, চিকিৎসার সুবিধা, পানীয় জল, পরিচ্ছন্নতা, শিক্ষার সুবিধা, আমাদের বন্দোবস্ত, শিশুর তত্ত্বাবধান করার জন্য প্রতিষ্ঠান, ক্যান্টিন, অসুস্থ হলে সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এছাড়াও, কর্মীদের নিরাপত্তা বাবদ জুতো, কম্বল,পরিচ্ছদ-রক্ষক বহিরাবরণ ও ছাতা প্রদান করতে হবে।

এসব বাদে কর্মীদের জ্বালানি কাঠ, চা, বেড়াতে যাওয়ার ভাতা ও অতিরিক্ত চা পাতার মূল্য দেওয়া হয়ে থাকে। দৈনিক মজুরি ছাড়াও তাদের অতিরিক্ত ভর্তুকি প্রদান করা রেশন দিতে হবে যা তাদের মজুরির অংশ।