Latest News

August 7, 2017

State Govt boost for silk production in Bengal

State Govt boost for silk production in Bengal

The Bengal Government is hand-holding the sericulture industry in the State back to good times. A primary impetus towards this came when, under the direction of Chief Minister Mamata Banerjee, the Sericulture Department was brought under the fold of the Agriculture Department. This was part of a large-scale realignment of departments that is intended to increase productivity.

Among the measures the State Government is taking is the opening of ‘krishak samaj’ or farmers’ cooperatives in the districts for culturing mulberry worms, which subsequently lead to production of tussar silk.

The Government is setting up model sericulture centres and, through them, providing knowhow, equipment and pest-control chemicals. To encourage more farmers towards this, the compensation for crop insurance with respect to mulberry farming has been increased. Not only that, health insurance has also been introduced for women farmers.

Collective mulberry farming hubs, called ‘community nucleus centres’, have also been set up in some districts.

The State Government has provided employment opportunities to more than 1.05 lakh families in Bengal through these measures. It has conceived a ‘farm-to-fabric’ model for sericulture, and set a target for silk production for financial year 2017-18.

 

 

Source: 365 Din

 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে রেশম-তসর শিল্পের বাজারের হাল ফিরছে

 

বাংলার বিখ্যাত রেশম ও তসর বস্ত্রের খ্যাতি ফের স্বমহিমায় ফিরতে চলেছে এ রাজ্যে। শুধু রেশম বস্ত্রের খ্যাতি ফেরানোই নয়, রাজ্য সরকারের উদ্দেশ্য রেশম চাষের মাধ্যমে লাভজনক কর্মসংস্থান তৈরি করা। বিশেষত গ্রামীণ মহিলা, আদিবাসী এবং সংখ্যালঘু মানুষজনের অর্থনৈতিক উন্নতি সাধনের চেষ্টা করা হচ্ছে লাভজনক রেশম চাষের মাধ্যমে। বাম আমলের পুরো সময়টাই অবহেলিত ছিল সেরিকালচার দপ্তরটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সেরিকারচার’ (রেশমগুটি চাষ) দপ্তরটিকে কৃষি দপ্তরের সঙ্গে যুক্ত করার পরই ফের সুনামের শিখরে পৌঁছতে চলেছে বাংলার রেশম ও তসর বস্ত্র।

সরকার রেশম চাষের উন্নতি সাধন থেকে শুরু করে রেশম থেকে পরবর্তী ক্ষেত্রে কোকুন এবং সুতা তৈরির ক্ষেত্রসমুহের ওপরও জোর দেওয়া শুরু করেছে। এক সময় বাংলার রেশমের বস্ত্রের সুখ্যাতি ছিল জগতজোড়া। তবে স্বাধীনতা পরবর্তীকালে ক্রমশই সেই সুখ্যাতিতে ভাটা পড়তে শুরু করে। ফলতই লাভজনক এই চাষ ক্রমশ ফিকে হতে থাকে। কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু সেরিকালচার দপ্তরের দায়িত্ব হাতে নেওয়ার পরই একাধিক পদক্ষেপ গ্রহণ করেন রেশম চাষের সমৃদ্ধির উদ্দেশ্যে।

এ প্রসঙ্গে কৃষি দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘রাজ্যের জঙ্গলমহল থেকে শুরু করে সমস্ত জেলাতেই রেশম চাষের জন্য একটি স্থায়ী কৃষকসমাজ গড়ে তোলার চেষ্টা করছে সরকার। তুঁত চাষ এবং তসরের ক্ষেত্রে বীজের চাহিদার বিষয়ে স্বনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই উন্নতমানের রেশম