মে ২৯, ২০১৮
বক্সার জঙ্গলে লাগানো হচ্ছে সাড়ে ৩ লক্ষ গাছ

ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ও পশ্চিম দুটি ডিভিশনে নিবিড় চারা রোপণের কাজ শুরু করল বক্সা বন বিভাগ। এবছরের মধ্যে ৩ লক্ষ ২৫ হাজার মিশ্র প্রজাতির গাছের চারা রোপণ করা হবে. পশ্চিম ডিভিশনে ৭৫ হেক্টর এবং পূর্ব ডিভিশনে প্রায় ৫০ হেক্টর জমি চিহ্নিত হয়েছে।
প্রতি হেক্টরে আপাতত আড়াই থেকে তিন হাজার গাছের চারা রোপণ করা হবে। জঙ্গলের একেবারে গভীরে প্রায় প্রায় ৪০ হেক্টর জমিতে ৪ রকমের ঘাস লাগিয়ে বিশেষ ঘাসবন তৈরী করা হবে।
উল্লেখ্য, দেশে মিশ্র প্রজাতির গাছে সাজানো যে কটি জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্প রয়েছে, তার অন্যতম বক্সা। যেহেতু মিশ্র প্রজাতির গভীর অরণ্য তাই খুব স্বাভাবিকভাবে নতুন ৩ লক্ষ ২৫ হারা চারা গাছের মধ্যেও থাকছে বৈচিত্র্য।
ফলের গাছের মধ্যে থাকছে আমলকী, চালতা, হরিতকী, বহেরা ইত্যাদি। বড় গাছের মধ্যে গামারি, চিকমারি, অর্জুন, কালসাঁজ সহ ১০-১২ প্রজাতির বিভিন্ন গাছ থাকছে। মূলত চেপাটি, ঢাড্ডা, পুরুণ্ডি, এক্কা প্রজাতির ঘাস লাগানো হবে, যা হাতি সহ সব তৃণভোজী প্রাণীদেরই পছন্দ।
ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনে মূলত রাজাভাতখাওয়া, জয়ন্তী, নিমাতি, পানা এলাকাগুলিতে এবং ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনে রায়ডাক, তুরতুরি, ফাঁসখাওয়া ও ভল্কার জঙ্গলে গাছ লাগানো হবে।রাজাভাতখাওয়া ব্যাঘ্র প্রকল্পের নিজস্ব যে বিশেষ নার্সারি রয়েছে সেখানে গাছের চারা তৈরীর কাজ প্রায় শেষ।