Latest News

April 30, 2016

Social welfare of workers – Bengal shows the way

Social welfare of workers – Bengal shows the way

The Labour Department had major milestones during the tenure of the Trinamool Congress Government. We have been successful in creating a large number of employment opportunities for the youth and unemployed. This has also given a positive thrust to the nation’s overall economic growth

The State Plan expenditure has increased from Rs 330.76 crore during 2006-11 to Rs 919.7 crore during 2011-16. Rs 300 crore has been allocated for 2016-17.

Man-days lost due to strikes has come down from 94 lakh in 2010-11 to nil. The number of workers receiving social security benefits has also increased commendably.

Under the different social security schemes, 82.36 lakh workers have been covered upto September 2015, out of which 55.5 lakh workers have been covered during the period from May 2011 to September 2015. Registration of beneficiaries under BOCWA (Building and Other Construction Workers Act) has increased almost 10 times (during 2011-15, with respect to 2007-11), and the disbursed amount has increased almost 34 times (when compared over the same time periods).

Yuvashree Scheme: Under this major initiative of the State Government, administered by the Labour Department, financial assistance of Rs 1,500 per month has been extended to more than 1 lakh job seekers enrolled in the Employment Bank.

Samajik Mukti Smart Card: Thirty-one lakh unorganised workers have benefitted from this card.

Tea workers’ welfare: The West Bengal Tea Plantation Workers’ Board was constituted in 2015, with a corpus of Rs 100 crore.

Model Labour Welfare Centres: Renovation work is going on in 25 Model Labour Welfare Centres.

ESI Hospitals: For the outstanding performance of ESI hospitals in West Bengal, Rs 23,000 crore was granted by ESI Corporation, New Delhi during 2014-15. A Pain Management Institute was opened at ESI Hospital, Sealdah in 2013; this has been of immense help to workers who suffer from illness and pain. ESI Hospital, Manicktala was upgraded to Post Graduate Institute of Medical Science and Research in 2013.

Ease of Doing Business: Business-friendly initiatives like online application for factory license, online registration, changes and renewal under Shops and Establishments Act, single inspection strategy, launch of labour department helpline, single-window system, etc., have been started to attract more investments to the State.

Shramik Mela: Fairs are being organised in different places for the generation of awareness about welfare schemes, labourers’ rights, etc.

Welders’ Training Centres: Welders’ Training Centres were inaugurated in Taratala and Asansol in February 2014 and February 2015, respectively.

Regional Shrama Bhavans: Two regional Regional Shrama Bhavans have been established in Siliguri and Asansol.

We have encouraged small and medium investors and aided unskilled labour and daily-wage workers. We have provided artisans, labourers and craftsmen with photo ID cards and initiated the facilities of provident fund and health insurance. Furthermore, we have formed industrial clusters to promote small and cottage industries.

 

শ্রম দপ্তরের অভূতপূর্ব উন্নয়ন

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শ্রম দপ্তর অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যুবসম্প্রদায় ও বেকারদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছি আমরা, যা সারা দেশের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রেও সাহায্য করেছে।

রাজ্য পরিকল্পনা ব্যয় ২০০৬-১১ সময়কালের ৩৩০.৭৬ কোটি টাকা থেকে বেড়ে ২০১১-১৬ সময়কালে হয়েছে ৯১৯.৭ কোটি টাকা। ২০১৬-১৭ আর্থিক বর্ষের জন্য বরাদ্দ হয়েছে ৩০০ কোটি টাকা।

২০১০-১১ সালে যেখানে ধর্মঘটের কারণে ৯৪ লক্ষ শ্রমদিবসের ক্ষতি হয়েছিল, তা এখন কমে একেবারে শূন্য হয়ে গেছে।

বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে ৮২.৩৬ লক্ষ শ্রমিকেরা এসেছেন সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত, যার মধ্যে ৫৫.৫ লক্ষ শ্রমিক নথিভুক্ত হয়েছেন ২০১১-র মে মাস থেকে ২০১৫-র সেপ্টেম্বর মাসের মধ্যে। Building and Other Construction Workers Act (BOCWA)-র অধীনে নথিভুক্ত কর্মীদের সংখ্যা ২০০৭-১১ সময়কালের তুলনায় ২০১১-১৫ সময়কালে বেড়েছে দশগুণ। এই একই সময়কালে প্রদান করা টাকার অঙ্ক বেড়েছে প্রায় ৩৪ গুন।

যুবশ্রী প্রকল্প: শ্রম দপ্তরের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ফলে প্রতি মাসে দেড় হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এক লক্ষাধিক নথিভুক্ত প্রার্থীদের।

সামাজিক মুক্তি স্মার্ট কার্ড: ৩১ লক্ষ অসংগঠিত শ্রমিকরা এর থেকে উপকৃত হয়েছেন।

চা শ্রমিকদের কল্যাণ: ২০১৫ সালে ১০০ কোটি টাকা মূলধন নিয়ে পশ্চিমবঙ্গ চা বাগান শ্রমিক বোর্ড স্থাপন করা হয়।

মডেল শ্রম কল্যাণ কেন্দ্র: ২৫টি মডেল শ্রম কল্যাণ কেন্দ্রে সংস্কারের কাজ চলছে।

ESI হাসপাতাল: দিল্লির ESI কর্পোরেশন পশ্চিমবঙ্গে ESI হাসপাতালের অসামান্য সাফল্যের জন্য ২০১৪-১৫ সালে ২৩,০০০ কোটি টাকা বরাদ্দ করে। ২০১৩ সালে শিয়ালদার ESI হাসপাতালে একটি পেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খোলা হয় যার ফলে শ্রমিকরা মুক্তি পাচ্ছেন রোগ-যন্ত্রণা থেকে। ২০১৩ সালে মানিকতলার ESI হাসপাতালকে আরো উন্নত করে সেখানে খোলা হয় একটি স্নাতকত্তর প্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্র।

সহজ পদ্ধতিতে ব্যবসা-বানিজ্য: রাজ্যে আরো বিনিয়োগ আনার জন্য ব্যবসার অনুকূল অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এগুলির মধ্যে রয়েছে কারখানার ছাড়পত্রের জন্য অনলাইন দরখাস্তের সুবিধা, অনলাইন নথিভুক্ত করার সুবিধা, দোকান ও প্রতিষ্ঠান সংক্রান্ত আইনের অধীনে পরিবর্তন ও নবীকরণ, একক পরিদর্শন কৌশল, শ্রম বিভাগের হেল্পলাইন, সিঙ্গল উইন্ডো পদ্ধতি ইত্যাদি।

শ্রমিক মেলা: শ্রমিকদের কল্যাণ ও অধিকার সম্বন্ধে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে শ্রমিক মেলার আয়োজন করা হচ্ছে।

ঢালাই প্রশিক্ষণকেন্দ্র: ২০১৪ সালের ফেব্রুয়ারি-তে তারাতলায় এবং ২০১৫ সালের ফেব্রুয়ারি-তে আসানসোলে উদ্বোধন করা হয় দুটি ঢালাই প্রশিক্ষণ কেন্দ্র।

আঞ্চলিক শ্রম ভবন: শিলিগুড়ি এবং আসানসোলে দুটি আঞ্চলিক শ্রম ভবন স্থাপিত হয়েছে।

শিল্পী, শ্রমিক ও কারিগরদের দেওয়া হয়েছে স্বচিত্র পরিচয়পত্র, ভবিষ্যনিধি ও স্বাস্থ্য বীমার সুবিধা। এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের জন্য বিভিন্ন ক্লাস্টার গঠন করা হয়েছে।