সাম্প্রতিক খবর

মার্চ ১৬, ২০১৯

শিক্ষার উন্নয়নে রাজ্যের উত্তরণ

শিক্ষার উন্নয়নে রাজ্যের উত্তরণ

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত ৭ বছরে (২০১১ সালের মে মাস থেকে) বিদ্যালয় শিক্ষার পরিকাঠামোর অভূতপূর্ব উন্নতি হয়েছে।

সাফল্যের নজিরঃ

ব্যয় বরাদ্দ বেড়েছে ৯ গুণ। ২০১১-১১ সালে ছিল মাত্র ৮২৯ কোটি টাকা, ২০১৮-১৯ সালে হয়েছে ৭৫০০ কোটি টাকা

শুধু বর্তমান অর্থবর্ষে ২০০ কোটি টাকা খরচে প্রায় ৫০০০ টি বিদ্যালয়ে ডাইনিং হল হয়েছে

৭০০০ টি নতুন প্রাথমিক/উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন

২৭০০ টি বিদ্যালয় উন্নীতকরণ

২ লক্ষেরও বেশি নতুন শ্রেণীকক্ষ

৪৫০০ টি বিদ্যালয়ে গ্রন্থাগার

বিদ্যালয়ে নতুন আসবাব প্রদান – অনুদান ১৩০ কোটি

২০১৯ সালে ৬৫ টি নতুন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সূচনা

মিড ডে মিলের রান্নাঘর, অগ্নিনির্বাপণ এবং এল.পি.জি-র জন্য সিংহভাগ ব্যয় করেছে রাজ্য সরকার

১০ জেলায় ২৫৯ টি সাঁওতালি মাধ্যম প্রাথমিক বিদ্যালয় এবং ৮ জেলায় ৪৯টি উচ্চতর সাঁওতালি মাধ্যম বিদ্যালয়

সব মিলিয়ে ১০,০০০টি বিদ্যালয়ে আধুনিক প্রজুক্তিতে উন্নত শিক্ষার আয়োজন

বিদ্যালয় শিক্ষা বিভাগ সিএস আই, ই-নিহিল্যান্ট পুরস্কারে সম্মানিত (ডিসেম্বর ২০১৮)

১০৩৭টি নবউন্নীত উচ্চমাধ্যমিক এবং ২৫১টি নবউন্নীত মাধ্যমিক বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নে ৩৪১ কোটি টাকা অনুদান

ল্যাবরেটরি, গ্রন্থাগার, অতিরিক্ত ক্লাসরুম নির্মাণে বিশেষ নজর

ফাইল চিত্র