July 14, 2017
Sanction loans for the poor & marginalised farmers, Bengal Agriculture Minister tells banks

The Bengal Agriculture minister, Purnendu Basu, urged banks to give priority to sanction loans for the state’s poor and marginalised farmers.
Speaking at a programme organised in the city by NABARD, he said sanctioning loans to “poor and marginalised” farmers is a major problem. There are around 72 lakh families in the state who are dependent on agriculture and 96 percent of them are “marginalised and poor” farmers.
“About 70 percent of the farmers’ families cannot approach banks for a loan despite having Kisan Credit Cards (KCC) as they cannot furnish all the necessary documents that the banks ask for before sanctioning the loan. But a point that has to be noted is that last year, farmers have invested a total of Rs 23,000 crore for agriculture. This is a huge capital that they gather by mortgaging their family jewellery and taking loans from moneylenders so that they can invest in agriculture,” he said.
The minister further added that there were many who did not clear their loan amounts with the banks, which went up to hundreds of crores of rupees. NABARD and co-operative banks extend all support to farmers. “So it is my request to all banks to look into sanctioning loans for the poor and marginalised farmers in the state.” This comes at a time when the state leads the country in producing rice and vegetables.
রাজ্য কৃষি দপ্তর গরীব ও প্রান্তিক চাষিদের ঋণ মঞ্জুর করার আবেদন করল ব্যাঙ্কগুলিকে
রাজ্য কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু ব্যাঙ্কগুলিকে আর্জি জানিয়েছেন রাজ্যের গরীব ও প্রান্তিক চাষিদের ঋণ মঞ্জুরের ক্ষেত্রে তাঁরা যেন অগ্রাধিকার দেন।
NABARD আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গরীব ও প্রান্তিক” চাষিদের ঋণ মঞ্জুর হওয়া একটি প্রধান সমস্যা। আনুমানিক ৭২ লক্ষ পরিবার আছেন পশ্চিমবঙ্গে যারা কৃষির ওপর নির্ভরশীল। এদের মধ্যে ৯৬ শতাংশ “গরীব ও প্রান্তিক” কৃষক।
“কিষাণ ক্রেডিট কার্ড থাকা সত্ত্বেও প্রায় ৭০ শতাংশ কৃষকের পরিবার ব্যাঙ্কে ঋণের জন্য আবেদন করতেই যান না। তাঁরা সব নথিপত্র জমাও করেন না যা ঋণ মঞ্জুরের জন্য আবশ্যক। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর কৃষকরা ২৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে কৃষিতে। তাঁদের বিনিয়োগ করা এই বিপুল পরিমান অর্থ তাঁরা জোগাড় করেছেন মহাজনদের কাছে তাঁদের পারিবারিক সমস্ত গহনা বন্দক দিয়ে” তিনি বলেন।
তিনি আরও বলেন, অনেকে আছেন যারা ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ পরিশোধ করেননি, যার পরিমান কয়েকশো কোটি টাকা। NABARD ও সমবায় ব্যাঙ্কগুলি সবরকমের সহযোগিতা করে কৃষকদের। “তাই, ব্যাঙ্কগুলির কাছে আমার অনুরোধ তাঁরা যেন এ রাজ্যের গরীব ও প্রান্তিক কৃষকদের ঋণ মঞ্জুরের বিষয়টি গুরুত্ত্ব দিয়ে দেখেন।” এই মুহূর্তে চাল ও সবজি উৎপাদনে দেশের প্রথম স্থানে পশ্চিমবঙ্গ।