March 22, 2017
Rs 112 crore state-of-the-art logistics hub & truck terminal to come up at Serampore

The Bengal Government has given clearance to set up a state-of-the-art logistic hub-cum-truck terminal at Serampore. The estimated cost of the project is Rs 111.683 crore and it will come up on 143.53 acre of land with the hub being built by the Calcutta Goods Transport Association (CGTA).
Bengal Chief Minister Mamata Banerjee had announced the project at the Bengal Global Business Summit last year and a Memorandum of Understanding (MoU) was signed between the representatives of the CGTA and the state transport. Accordingly, the CGTA gave a Detailed Project Report (DPR)to the transport department in June 2016.
Once the logistic hub is constructed, heavy trucks will be parked there and small trucks will be used to carry goods to the wholesale markets causing much less traffic in city. The hub will also provide job opportunities to local youth in the training centre, medical centre and in other amenities.
The hub will have storage and warehousing, long-axle truck parking and allied amenities, auto workshops, administrative buildings, fire stations, post offices along with police check posts. Weigh bridge and truck parking areas, skill development centres, fuel stations, commercial complexes, common driver dormitory and administrative office complex (CGTA) tower will also be incorporated.
শ্রীরামপুরে তৈরী হবে অত্যাধুনিক লজিস্টিক হাব
শ্রীরামপুরে ১১২ কোটি টাকা ব্যয় রাজ্যে অত্যাধুনিক লজিস্টিক হাব ট্রাক টার্মিনাল গড়ে তোলার ছাড়পত্র দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। ১১১.৬৮৩ কোটি টাকা ব্যয়ে ১৪৩.৫৩ একর জমির ওপর ক্যালকাটা গুডস ট্রান্সপোর্ট এসোসিয়েশন এই প্রকল্পটি তৈরি করবে।
এবছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই প্রকল্প ঘোষণা করেন এবং ক্যালকাটা গুডস ট্রান্সপোর্ট এসোসিয়েশনের সঙ্গে মৌ স্বাক্ষরও করেন। ইতিমধ্যেই প্রকল্পটির বিস্তারিত রিপোর্ট ক্যালকাটা গুডস ট্রান্সপোর্ট এসোসিয়েশন পরিবহণ দপ্তরে জমা দিয়েছেন।
একবার এই লজেস্টিক হাবটি তৈরি হয়ে গেলে সমস্ত বড় ট্রাকগুলি ওখানে পার্ক করতে পারবে এবং খুব অল্প সময়ে ছোট পণ্যবাহী গাড়ির মাধ্যমে মালগুলি সহজেই পাইকারি বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এখানে থাকবে পুলিশ চেকপোস্ট ,গুদামঘর ,প্রশাসনিক দপ্তর , লং এক্সেল ট্রাক পার্কিং , ড্রাইভারদের থাকার ব্যবস্থা ,দোকানঘর ,পেট্রোলপাম্প,দক্ষতা উন্নয়ন সেন্টারের এর মত সুবিধা।