সাম্প্রতিক খবর

মে ২৫, ২০১৮

১০৫ বছর পর খুলল মংপুর রবীন্দ্র স্মারক

১০৫ বছর পর খুলল মংপুর রবীন্দ্র স্মারক

অপেক্ষা শেষ৷ পর্যটকদের জন্য আবার খুলল মংপুতে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সংগ্রহশালার দরজা৷ গত ২৫ বৈশাখ, কবির জন্মদিনে মংপুতে রবীন্দ্র মিউজিয়াম ফের চালু করা হয়৷ রবীন্দ্রনাথ এখানে আসতেন মৈত্রেয়ী দেবীর বাসভবনে৷ সিঙ্কোনা প্ল্যানটেশনে চাকরি করার সূত্রে ওই বাসভবনটি পেয়েছিলেন মৈত্রেয়ী দেবীর স্বামী মনমোহন সেন৷ সিঙ্কোনা প্ল্যান্টেশনের ওয়ার্কশপ লাগোয়া যে বাড়িটি এখন মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হয়, সেখানেই রবীন্দ্রনাথের থাকার ব্যবস্থা হত৷

দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে৷ গত বছর রাজ্য হেরিটেজ কমিশন ভবনটিকে স্বীকৃতি দেওয়ার পরে রাজ্য সরকার সংস্কারের জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করে৷ পুরো ভবনটি নতুন করে রং করার পাশাপাশি ভিতরের মেঝের কাঠের পাটাতন নতুন করে তৈরী করা হয়েছে৷ প্রশাসনের পক্ষ থেকে মিউজিয়ামের একপাশে গেস্ট হাউস, ক্যান্টিন-সহ পর্যটকদের চাহিদা মাফিক নানা পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে৷

রবীন্দ্রনাথের ব্যবহার করা খাট, চিঠিপত্র লেখার চেয়ার টেবিল এখনও এই বাড়িটিতে রয়েছে৷ রবীন্দ্রনাথের কিছু পাণ্ড‌ুলিপিও আছে৷ তার আকর্ষণেই পাহাড়ে এসে বেশির ভাগ পর্যটক একবার মংপু ঘুরে যান৷ রবীন্দ্র মিউজিয়ামটি হেরিটেজ মর্যাদা পাওয়ায় রক্ষণাবেক্ষণে এ বার সুবিধা হবে৷

১৯৩৮ থেকে ১৯৪০-এর মধ্যে রবীন্দ্রনাথ বার বার মংপুতে এসেছেন৷ রবীন্দ্রনাথ তাঁর ‘জন্মদিন’ কবিতাটি এখানেই লেখেন৷