মার্চ ২০, ২০১৯
উচ্চশিক্ষায় নতুন উদ্যম বাংলায়

২০১১ পর্যন্ত রাজ্যে ছিল ১২টি বিশ্ববিদ্যালয়, সেখানে গত সাত বছরে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩০।
২০১৮-১৯ অর্থবর্ষে উত্তর ২৪ পরগনায় হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, নদীয়ার কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় এবং হুগলী জেলায় গ্রীন বিশ্ববিদ্যালয় তৈরী করা হচ্ছে।
দার্জিলিং জেলায় সরকারি স্পন্সর্ড আরও দুটি কলেজ চালু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে মোট সরকারি স্পন্সর্ড কলেজের সংখ্যা হল ৪৫০। সরকারি কলেজের সংখ্যা ৫৭ এবং সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা হল ৮।
আলিপুরদুয়ার জেলায় আরও একটি নতুন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরী হচ্ছে।
দুঃস্থ এবং মেধাবী ছাত্রছাত্রী যারা স্নাতক এবং স্নাতোকত্তর স্তরে পড়ছে, তাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ প্রকল্পে তাদের বৃত্তি দেওয়া হয়। এই প্রকল্পের বাজেট বরাদ্দ ২০১৫-১৬ সালে ৪৫ কোটি টাকার তুলনায় বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হয়েছে। এই বৃত্তি ফুল টাইম নন নেট স্কলার যারা এমফিল, পিএইচডি করছেন এবং কন্যাশ্রীর মেয়েরা যারা উচ্চ শিক্ষা অর্জন করছে, তাদের পর্যন্ত বাড়ানো হয়েছে।
২০১০-১১ সালের গ্রস এনরোলমেন্ট রেশিও ১২.৪ এর তুলনায় ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ১৮.৭। মেয়েদের উচ্চশিক্ষায় অনুপাত ২০১০-১১ সালে ৪২ শতাংশের তুলনায় ২০১৬-১৭ তে বেড়ে হয়েছে ৪৭.৩ শতাংশ।
২০১০-১১ সালের ১৩.২৪লক্ষের তুলনায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় পড়ুয়ার সংখ্যা বেড়ে হয়েছে ২০.৩৬ লক্ষ।
সমস্ত সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পূর্ণসময়ের শিক্ষকদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হয়েছে। মহিলা শিক্ষিকাদের জন্য চাইল্ড কেয়ার লিভ ও পুরুষ শিক্ষকদের জন্য পিতৃত্বকালীন ছুটি শুরু করা হয়েছে।
উচ্চ শিক্ষা খাতে আগামী শিক্ষা বর্ষে ৩৯৬৪ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে।