জুন ২৮, ২০১৯
ত্বরান্বিত করা হবে শিক্ষক নিয়োগ পদ্ধতি

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরল করছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ২৪শে জুন এই ঘোষণা করেন। এর ফলে ত্বরান্বিত হবে শিক্ষক নিয়োগ পদ্ধতি।
শিক্ষামন্ত্রী সকলকে আশ্বস্ত করেন চলতি বছরের জুলাই মাসের মধ্যে উচ্চ প্রাথমিক স্তরে সকল শূন্য আসনে শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, সরকার শিক্ষক – পড়ুয়া অনুপাতে সামঞ্জস্য রাখতে যেসকল স্কুলে শিক্ষক – পড়ুয়া অনুপাত বেশী সেখান থেকে শিক্ষকদের নিয়ে যেখানে এই অনুপাত কম, সেখানে পাঠানো হচ্ছে।
মন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর প্রাথমিক স্তরে ৬০ হাজার, মাধ্যমিক স্তরে ৪২ হাজার ও উচ্চ মাধ্যমিক স্তরে ৫৩১৯ জন শিক্ষক নিয়োগ করেছে।