Latest News

April 23, 2016

#RealBengal Real Stories in Kolkata & North 24 Parganas, hosted by June Malia

#RealBengal Real Stories in Kolkata & North 24 Parganas, hosted by June Malia

Prasanta Maity from Barasat, North 24 Parganas struggled for many years in a mud house that leaked through the roof in the rainy season. Today, he lives with his family in a pucca house made under Gitanjali.

Anirban Saha, founder of Kolkata Bloggers, prides over the transformation of the city in the past few years. He is happy that it has now become a more youthful, cleaner and vibrant city for startups, sports persons and photographers.

Dr. Sushmita Roy Chowdhury, a chest specialist and a proud Kolkatan who has returned to practice in her city, marvels at the improvement in hospital care facilities in Bengal in the past 5 years.

These are the stories of the people of Bengal and the story of development in Bengal. Watch this 14-minute film, hosted by June Malia, to know more such stories.

 

আসল বাংলা আসল কাহিনীঃ কলকাতা ও উত্তর ২৪ পরগনার নতুন কাহিনী

উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতের বাসিন্দা প্রশান্ত মাইতি বহু বছর খুব কষ্ট করে মাটির বাড়িতে বসবাস করছে, বৃষ্টির সময় ছাদ থেকে জল পরত। আজ ‘গীতাঞ্জলি’ প্রকল্পের আওতায় সে একটি পাকা বাড়ি পেয়েছে এবং সেখানে সুখে বসবাস করছে।

অনির্বাণ সাহা যিনি কলকাতা ব্লগারের প্রতিষ্ঠাতা, তিনি গত কয়েক বছরে কলকাতার এই আমুল পরিবর্তনে খুবই গর্বিত। বর্তমানে কলকাতা অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন তাই তিনি খুব খুশি।

ডঃ সুস্মিতা রয়চৌধুরী, তিনি একজন বক্ষরোগ বিশেষজ্ঞ। বিদেশ থেকে কলকাতায় ফিরে আজ তিনি এখানেই তার প্র্যাকটিস শুরু করেছেন। গত ৫ বছরে সরকারি হাসপাতাল থেকে শুরু করে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে। স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে।

বাংলার সাধারণ মানুষের কাহিনী, বাংলার উন্নয়নের কাহিনী নিয়ে তৈরি এই ১৪ মিনিটের ভিডিও। ভিডিওটির সঞ্চালনায় রয়েছেন জুন মালিয়া।

 

Watch this episode to know more about #RealBengal Real Stories