Latest News

August 29, 2017

Pulse and oilseed production takes a major leap in Bengal

Pulse and oilseed production takes a major leap in Bengal

Since 2011, when the Trinamool Congress Government led by Chief Minister Mamata Banerjee came to power, the production of pulses and oil seeds has increased significantly. This was announced by the Agriculture Minister recently. He gave the following data.

In 2010-11, the production of oil seeds was 1.76 lakh metric tonnes, which touched 3.36 lakh metric tonnes in 2016-17; the production numbers for oil seeds were 7.03 lakh metric tonnes and 9.12 lakh metric tonnes, metric tonnes respectively. As a result of this huge increase, in three to four years, the State Government would not have to import any pulses.

The area under pulse production has increased from 1.97 lakh hectares in 2010-11 to 3.5 lakh hectares in 2016-17. The area under oil seed production has also witnessed a significant increase, from 6.7 lakh hectares to 9.12 lakh hectares.

Currently, the State Government holds 86 crore 84 lakh 113 thousand hectares of land, of which 15,923 hectares in under cultivation.

Bengal is number one in rice production in the country at present. In 2016-17, 1 crore 60 lakh 70 thousand metric tonnes were produced.

 

ডাল ও তৈলবীজ উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বাংলায়

২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে এ রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ডাল ও তৈলবীজ উৎপাদন।

২০১০-১১ তে ডালের উৎপাদন হয়েছিল ১.৭৬ লক্ষ মেট্রিক টন, যা ২০১৬-১৭ তে বেড়ে হয়েছে ৩.৩৬ লক্ষ মেট্রিক টন।পাশাপাশি তৈল বীজের উৎপাদন ২০১৬-১৭ তে হয়েছে ৯.১২ লক্ষ মেট্রিক টন যা ২০১০-১১ তে ছিল ৭.০৩ লক্ষ মেট্রিক টন।

আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যেই রাজ্যকে আর কোনও ডাল আমদানি করতে হবে না। ২০১০-১১ সালে যেখানে ১.৯৭ লক্ষ হেক্টর জমিতে ডাল উৎপাদন করা হত, সেই চাষের জমি ২০১৬-১৭ সালে বাড়িয়ে ৩.৫ লক্ষ হেক্টর করা হয়েছে। ২০১০-১১ সাল পর্যন্ত তৈল বীজ উৎপাদন করা হত ৬.৭ লক্ষ হেক্টর জমিতে যা ২০১৬-১৭ সালে করা হয় ৯.১২ লক্ষ হেক্টর জমিতে।

এই মুহূর্তে রাজ্যে ৮৬,৮৪,১১৩ হেক্টর জমি আছে যার মধ্যে ১৫,৯২৩ হেক্টর জমিকে চাষের জমিতে রুপান্তরিত করা যায়। ধান উৎপাদনে এই মুহূর্তে দেশের মধ্যে প্রথম বাংলা। ২০১৬-১৭ সালে ধানের উৎপাদন হয়েছে রাজ্যে ১ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন।

 

Source: Millennium Post