Latest News

April 11, 2016

Polling held across 31 seats in West Bengal

Polling held across 31 seats in West Bengal

Polling was held in 31 Assembly constituencies in West Bengal today from 7 am to 6 pm. Today was the second day of the first phase of the polls.

Polling was being held in nine seats of Bankura district, nine of Bardhaman and 13 of Paschim Medinipur.

 

Total Booths – 8465

Bankura – 2428
Bardhaman – 2383
Paschim Medinipur – 3656

Total Voters

Bankura – 19,80,340
Bardhaman – 20,18,903
Paschim Medinipur – 29,68,944

 

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আজ দ্বিতীয় দিন

আজ পশ্চিমবঙ্গের তিনটি জেলার মোট ৩১টি আসনে ভোটগ্রহণ হল। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭ টায় এবং শেষ হয় বিকেল ৬ টায়। আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আজ দ্বিতীয় দিন।

বাঁকুড়া জেলার ৯টি কেন্দ্র, বর্ধমান শিল্পাঞ্চলের ৯টি কেন্দ্র ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৩টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ ছিল।

মোট বুথের সংখ্যা ৮৪৬৫টি ।

বাঁকুড়া – ২৪২৮

বর্ধমান – ২৩৮৩

পশ্চিম মেদিনীপুর – ৩৬৫৬

 

মোট ভোটার সংখ্যা

বাঁকুড়া – ১৯,৮০,৩৪০

বর্ধমান – ২০,১৮,৯০৩

পশ্চিম মেদিনীপুর – ২৯,৬৮,৯৪৪