November 15, 2017
Police commissionerates coming up in Haldia & Kharagpur

The State Government has proposed to set up two more police commissionerates in Haldia and Kharagpur, in the districts of Purba and Paschim Medinipur, respectively. With these two, the number of police commissionerates in Bengal is climb to eight.
After coming to power, following the orders of Chief Minister Mamata Banerjee, the State Government has set up six police commissionerates – Howrah, Asansol-Durgapur, Bidhannagar, Barrackpore, Siliguri and Chandannagar. Chandannagar was last one to be formed till now.
A police commissionerate is a police administrative zone composed of a number of usually urban police stations, headed by a police commissioner.
Asansol-Durgapur Police Commissionerate has the largest number of police stations under it, which is 20, followed by Barrackpore with 12, Chandannagar with 10, Bidhannagar with nine, Howrah with eight and Siliguri with five.
Source: Millennium Post
হলদিয়া ও খড়গপুরে পুলিশ কমিশনারেট গড়ার ভাবনা রাজ্যের
হলদিয়া ও খড়গপুরে দুটি নতুন পুলিশ কমিশনারেট গড়ার ভাবনা রাজ্য সরকারের। এই প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যে পুলিশ কমিশনারেটের সংখ্যা বেড়ে হবে আট।
২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মোট ৬ টি পুলিশ কমিশনারেট গড়া হয়েছে: হাওড়া, আসানসোল-দুর্গাপুর, বিধাননগর, ব্যারাকপুর, শিলিগুড়ি, চন্দননগর।
আসানসোল-দুর্গাপুর রাজ্যের সবথেকে বড় পুলিশ কমিশনারেট। এর অন্তর্গত থানার সংখ্যা ২০। এর পরেই হল ব্যারাকপুর, যার থানার সংখ্যা ১২; চন্দননগর পুলিশ কমিশনারেট ১০টি থানা নিয়ে তৈরী। এর পরে আছে বিধাননগর পুলিশ কমিশনারেট যার অন্তর্গত থানার সংখ্যা ৯, হাওড়া ৮, এবং শিলিগুড়ি ৫।