April 8, 2016
PM can arrest me if he wishes, I don’t care: Didi in Asansol

Mamata Banerjee today slammed the BJP while addressing an election campaign rally at Asansol. She dared the Prime Minister to arrest her and slammed him for indulging in personal attacks and bringing disrespect to the chair he holds.
Here are the highlights of her speech:
- You voted for BJP two years ago. But what work have they done?
- Making big speeches is easy but working for people is difficult.
- What the PM said in Asansol yesterday undermines the chair he holds.
- The Prime Minister spoke like a Swayam Sevak Shakha worker.
- I do not make personal attacks even if I am politically opposed to someone.
- Just because the PM made personal attacks against me, I will not do the same.
- Whenever Modi ji comes to Bengal he makes personal attacks which are in extremely bad taste.
- The Prime Minister can arrest me if he so wishes, I don’t care.
- I fight with my head held high. I never bow my head before anyone.
প্রধানমন্ত্রী চাইলে উনি আমায় গ্রেফতার করতে পারেন, আমি তাতে ভয় পাই না: দিদি
আজ আসানসোলের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি তাকে গ্রেফতারও করেন তাতে তিনি ভীত নন।
এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ
- আপনারা ২ বছর আগে বিজেপিকে ভোট দিয়েছিলেন। কি কাজ করেছে তারা আপনাদের জন্য?
- বড় বড় কথা বলা অনেক সোজা, কিন্তু মানুষের জন্য কাজ করা কঠিন
- গতকাল আসানসোলে প্রধানমন্ত্রী যা বলেছেন, তা ওনার মুখে শোভা পায় না
- স্বয়ংসেবক শাখা কর্মীর ভাষায় কথা বলেছেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক মত বিরোধ থাকা সত্ত্বেও আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না
- যখনই মোদিজি বাংলায় আসেন তিনি কুরুচিপূর্ণ ব্যক্তিগত আক্রমণ করেন
- প্রধানমন্ত্রী আমায় ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছেন বলে আমিও একই কাজ করব না
- প্রধানমন্ত্রী চাইলে উনি আমায় গ্রেফতার করতে পারেন, আমি তাতে ভয় পাই না
- আমি মাথা উঁচু করে লড়াই করি, কখনোও কারও কাছে মাথা নত করি না